নেইমারদের হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে প্রথম গার্দিওলা

প্রকাশ : ০৫ মে ২০২১, ০৬:০১

ক্রীড়া ডেস্ক

কিলিয়ান এমবাপ্পেকে ছাড়াই মাঠে নেমেছিল পিএসজি। যদিও আগেই জানা গিয়েছিল আজ একাদশে থাকছেন না প্রতিপক্ষের মাঠে কোয়ার্টার ফাইনাল ও শেষ ষোলোতে পাঁচ গোল করা এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির মাঠে এমবাপ্পেকে ছাড়াই গোল পাবে এই আশা করাটা একটু কঠিনই ছিল। তবে দলের সেরা তারকা নেইমারের উপর ভরসা রেখেই নেমেছিল প্যারিসের দলটি। কিন্তু তিনিই স্বপ্নের ইতি টানলেন।

একক দক্ষতায় দল জেতানোর নেশায় এমনই বাজে খেললেন যে প্রশ্নের জন্ম দিল তার খেলা। সতীর্থদের সময়মতো পাস দেননি, অযথা বেশি সময় বল ধরে রেখেছেন, আর বলের দখল হারিয়েছেন সবচেয়ে বেশিবার। এমবাপ্পে নামতে পারেননি, নেইমারের বাকি সতীর্থদের খেলা দেখেও মনে হয়নি তারা সেমিফাইনাল খেলার যোগ্য। পুরো ম্যাচে গোলে একটি শট নিতে পারেনি পিএসজি।

এদিকে কৌশল, সৃষ্টিশীলতা আর নিয়ন্ত্রণের মিশেলে কীভাবে ম্যাচ বের করে নেওয়া যায় সেটা দেখিয়েছে ম্যানচেস্টার সিটি। আজ মঙ্গলবার (৪ মে) দিবাগত রাতে ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে রিয়াদ মাহরেজের জোড়া গোলে পিএসজিকে ২-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। প্রথম লেগে পিএসজির মাঠে ২-১ গোলে জিতেছিল সিটিজেনরা। দুই লেগ মিলিয়ে ৪-১ ব্যবধানের জয় নিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের ফাইনালে চলে গেল পেপ গার্দিওলার দল। ইংলিশ ক্লাবটির হয়ে এই প্রথম চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠলেন গার্দিওলা।

এদিন ২-১ গোলে পিছিয়ে থেকে মাঠে নেমেছিল পিএসজি। কিন্তু ম্যাচের শুরুতেই চমক। ইতিহাদের মাঠ পুরোটা শুভ্র হয়ে দেখা দিল। বরফ আর বৃষ্টি মিলিয়ে মাঠের পরিস্থিতি সুন্দর খেলার আশা দেখাচ্ছিল না। এর মধ্যেই পাগলাটে ফুটবল দেখাল রেফারি। পিএসজিকে প্রায় সমতায় এনে দিয়েছিলেন, কিন্তু তা আর হয়নি। ম্যাচের ৭ মিনিটে আচমকা পেনাল্টি পেয়ে বসে পিএসজি। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি জানান, বল জিনচেনকোর হাতে নয়, কাঁধে লেগেছে।

তার চার মিনিট পরেই এগিয়ে যায় সিটিজেনরা। ম্যাচের ১১ মিনিটে দারুণ এক ক্রস করেছিলেন সিটি গোলকিপার এদেরসন। সে বল নিয়ন্ত্রণে নিয়ে জিনচেনকো বাড়িয়ে দিলেন কেভিন ডি ব্রুইনার উদ্দেশ্যে। ব্রুইনার শট মারকিনিয়োস ঠেকিয়ে দিয়েছেন। কিন্তু ফিরতি বল থেকে মাহরেজের শট কেউ ঠেকাতে পারেনি। সোজা গিয়ে জালে জড়ায়। এতে এই ম্যাচে ১-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

এর ৬ মিনিট পরে প্রায় সমতায় ফিরেছিল পিএসজি। ম্যাচের ১৭ মিনিটে ডি মারিয়ার ক্রস থেকে হেড করেছিলেন কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে গোল করা মারকিনিয়োস। কিন্তু সেটা ক্রসবারে লেগে ফিরে আসে। এরপর প্রথমার্ধে সিটি আরও বেশ কয়েকবার এগিয়ে যেতে পারত। কিন্তু কখনো কেইলর নাভাস, কখনো ভাগ্য তাদের পক্ষে ছিল না। এতে প্রথমার্ধে ১-০ গোলে এবং দুই লেগ মিলিয়ে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরে এসে শুরুতেই দুবার পিএসজিকে বাঁচিয়ে দিয়েছেন গোলরক্ষক নাভাস। কিন্তু ৬৩ মিনিটে প্রতিআক্রমণে ওঠা সিটির দুর্দান্ত আক্রমণভাগের হাত থেকে দলকে আর বাঁচাতে পারলেন না নাভাস। বাঁ প্রান্ত দিয়ে ফিল ফোডেন বল টেনে নিয়ে বক্সের সামনে ডি ব্রুইনাকে দেন। ব্রুইনার পাস আবার খুঁজে নেয় বক্সে ঢুকে পড়া ফোডেনকে। আগেই গা ছেড়ে দেওয়া পিএসজি রক্ষণের কারণে দূরের পোস্টে ফাঁকায় বল পেয়ে যান মাহরেজ। সেখান থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করলেন ম্যানসিটির ফরাসি ফরোয়ার্ড রিয়াদ মাহরেজ।এতে ২-১ গোলে এগিয়ে যায় ম্যানসিটি।

এর ৬ মিনিট পরেই শুরু হলো ৫ মিনিটের কার্ডের ছড়াছড়িময়। ম্যাচের ৬৯ থেকে ৭৩ মিনিট পর্যন্ত পাগলাটে কিছু দেখা গেল ইতিহাদে। থ্রো-ইন পেয়েছিল পিএসজি। সে বল নিতে গিয়েছিলেন আনহেল দি মারিয়া। তার বল নেওয়ার পথে অযথা বাধা সৃষ্টি করতে গিয়েছিলেন ফার্নান্দিনিও। দি মারিয়ার তা পছন্দ না হওয়ায় প্রথমে ধাক্কা দিলেন, পরে পা মাড়িয়ে দিলেন। সরাসরি লাল কার্ড! এই লাল কার্ড নিয়ে নিজের ক্ষোভ জানিয়ে আবার হলুদ কার্ড দেখলেন পিএসজির মার্কো ভেরাত্তি। একটু পর ইতালিয়ান মিডফিল্ডারের ফাউলের শিকার হয়ে ফিল ফোডেন যখন মাটিতে গড়াচ্ছেন তখন পিএসজির পারেদেস তার দিকে বল ছুঁড়ে মারলেন।

এটা দেখে ক্ষেপে উঠলেন জিনচেনকো। এই লেফটব্যাকও দেখলেন হলুদ কার্ড। পরের মিনিটেই ভেরাত্তি এমন এক ফাউল করলেন, যেটা আগে হলুদ কার্ড দেখে না বসলে আরেকটি কার্ড জুটত। এক মিনিট পরই আবার হলুদ কার্ড। এবার সিটির হয়ে কার্ড দেখার পালা কেভিন ডি ব্রুইনার!

মেজাজ হারানো নেইমার-ভেরাত্তিরা আর ম্যাচে ফেরার মতো কোনো সম্ভাবনা জাগাতে পারেনি। দ্বিতীয় লেগে ২-০ গোলে হেরে যায় পিএসজি। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের বড় জয় নিয়ে প্রথম দল হিসেবে চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছাল পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি।

বুধবার (৫ মে) দিবাগত রাতে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয় লেগে চেলসির মাঠে তাদেরই বিপক্ষে নামবে প্রথম লেগে নিজেদের মাঠে ১-১ গোলে ড্র করা রিয়াল মাদ্রিদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত