সাকিব-মোস্তাফিজকেও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে

প্রকাশ : ০৪ মে ২০২১, ২০:৫৭

সাহস ডেস্ক

ভারতে করোনাভাইরাসের সংক্রামণ বেড়ে যাওয়ায় আজ দুপুরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। একের পর এক ক্রিকেটার ও টুর্নামেন্ট সংশ্লিষ্টরা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে। তাই আর ঝুঁকি না নিয়ে চলতি আইপিএল স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এরপরই সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান নিরাপদে দেশে ফেরানো ব্যবস্থা করছে বিসিবি।

তবে স্বাস্থ্য অধিপ্তর বলেছে, সরকারের বিধি অনুযায়ী ভারত ফেরতদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন করতে হবে। সাকিব-মুস্তাফিজরাও এর আওতায় পড়বেন।

অধিপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব ও মুস্তাফিজের কোয়ারেন্টিন বাধ্যতামূলক। বিসিবি’র পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করেছিল কিন্তু আমরা না করে দিয়েছি। কারণ নিয়মানুযায়ী ওদের ১৪ দিনের কোয়ারেন্টিন করতেই হবে।’

তবে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে ভাড়া করা বিমানে আজ মঙ্গলবার বিকাল ৪টায় দেশে ফেরে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা থেকে ফেরায় তাদের যেতে হচ্ছে না প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। তারা নিজ নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত