অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত

প্রকাশ | ০৪ মে ২০২১, ১৪:০০ | আপডেট: ০৪ মে ২০২১, ১৫:১২

অনলাইন ডেস্ক

করোনায় ভারত জুড়ে চলছে মৃত্যুর মিছিল। প্রতিদিনই বাড়ছে হাজার হাজার মৃত্যুর সংখ্যা। দেশটির শ্মশানে সারি সারি চিতা জ্বলছে দিনরাত। আকাশ জুড়ে শুধু গন্ধ। তবুও থামেনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। চলছিল গতকাল পর্যন্তও। তবে আজ আইপিএল স্থগিত ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এবার আইপিএল দলগুলোতে দেখা দিয়েছে করোনার হানা। দলগুলোতে সংক্রমণ বেড়ে যাওয়ায় অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইপিএল। টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।

এখনো পর্যন্ত আট ফ্র্যাঞ্চাইজির চারটিতে করোনা পজিটিভ হয়েছেন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা।

আইপিএলের সহ-সভাপতি