১১ বছর পর শিরোপা জিতল ইন্টার মিলান

প্রকাশ : ০৩ মে ২০২১, ১৫:২৯

ক্রীড়া ডেস্ক

দীর্ঘ ১১ বছর পর লিগ শিরোপার খরা কাটাল ইন্টার মিলান। ২০২০-২১ মৌসুমে ইতালিয়ান সিরি ‘আ’ লিগের শিরোপা নিশ্চিত করে ফেলেছে ইন্টার। এখনও হাতে বাকি আছে আরো চার ম্যাচ। গতরাতে সাসসুয়োলোর বিপক্ষে আতালান্তা ১-১ ড্র করায় মাঠে নামার আগেই ১১ বছরের শিরোপা খরা কাটিয়ে সিরি ‘আ’র চ্যাম্পিয়নের মুকুট পরল ইন্টার মিলান।

রবিবার (২ মে) সাসসুয়োলোর মাঠে তাদের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে আতালান্টা। এই দুই দলের ড্রতে হাতে ৪ ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুমের শিরোপা চ্যাম্পিয়ন হয়ে গেলো অ্যান্তোনিও কন্তের দল ইন্টার মিলান। এর আগে ক্রোতোনের মাঠে গত শনিবার ২-০ গোলে জিতে শিরোপা জয় থেকে মাত্র ১ পয়েন্ট দূরে ছিল ইন্টার।

এবারের জয়ে ১৯ বারের মতো লিগ শিরোপা জিতল ইন্টার। একই সঙ্গে শেষ হলো ইতালির শীর্ষ লিগে জুভেন্টাসের ৯ বছরের আধিপত্য। সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আসরটির শিরোপা জিতেছিল ইন্টার মিলান।

টানা নয়বার লিগজয়ী জুভেন্টাসের রাজত্বে এবার ছেদ টানল সান সিরোর ক্লাবটি। হাতে ৪ ম্যাচ রেখে দুইয়ে থাকা আতালান্টার সঙ্গে ১৩ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ইন্টার। ইন্টারের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আর্তুরো ভিদালের শিরোপাভাগ্যও যেন আরও ঈর্ষণীয় হয়ে উঠল।

গত ১০ বছরে তিন দেশ মিলিয়ে ৯ বার লিগ জয়ের দেখা পেয়েছেন ৩৩ বছর বয়সী এ মিডফিল্ডার। বেয়ার লেভারকুসেন ছেড়ে ২০১১ সালে জুভেন্টাসে যোগ দেন ভিদাল। এরপর থেকেই খুলে যায় তার শিরোপাভাগ্য। ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে সিরি ‘আ’ জেতেন জুভেন্টাসের হয়ে। এরপর ২০১৫ সালেই তিনি জুভেন্টাস ছেড়ে নাম লেখান বায়ার্ন মিউনিখে। জার্মান ক্লাবে পরের তিন বছর জেতেন টানা তিন লিগ শিরোপা (২০১৬, ২০১৭ ও ২০১৮)। এরপর ২০১৮ সালেই জার্মানি ছেড়ে স্পেনে এসে যোগ দেন বার্সেলোনায়। তাদের হয়ে লা লিগায় মাত্র দুই মৌসুম কাটিয়েছেন ভিদাল। সেখানেও তার হাতে ধরা দিয়েছে শিরোপা।

বার্সায় যোগ দিয়ে নিজের প্রথম মৌসুমেই অর্থাৎ ২০১৯ সালে লা লিগা শিরোপার দেখা পান ভিদাল। টানা ৮ বছরে ৮ শিরোপা জেতেন তিনি। ২০১৯-২০ মৌসুমে বার্সা লা লিগায় রানার্সআপ হওয়ায় টানা নয়বার সে স্বাদ পাননি। কিন্তু এবার অর্থাৎ ২০২০-২১ মৌসুমে আবারও ইন্টারের হয়ে লিগ শিরোপার দেখা পেলেন ভিদাল।

ঘরোয়া লিগ জয়ের পাশাপাশি এ সময় একবার কোপা ইতালিয়া, দুবার সুপারকোপা ইতালিয়া, একবার জার্মান কাপ, দুবার জার্মান সুপার কাপ, একবার সুপারকোপা ডি এসপানা এবং জাতীয় দল চিলির হয়ে দুবার কোপা আমেরিকা জিতেছেন। সিরি ‘আ’ তে ইন্টারের হয়ে এ পর্যন্ত ২৩ ম্যাচে এক গোলের পাশাপাশি দুটি গোল বানিয়ে দিয়েছেন ডিফেন্সিভ মিডফিল্ডার ভিদাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত