আমি মনে করি আমরা সামর্থ্যবান: সুজন

প্রকাশ : ১২ এপ্রিল ২০২১, ১৯:১৪

সাহস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরের উদ্দেশ্যে আজ রওয়ান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশ বিমানের একটি চাটার্ড ফ্লাইটে কলম্বোর উদ্দেশ্যে যাত্রা শুরু করার আগে বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন সফরে বাংলাদেশ দলের টিম লিডার খালেদ মাহমুদ সুজন। তার বিশ্বাস, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ অবশ্যই জিতবে।

সুজন বলেছেন, ‘অবশ্যই আমরা চাই জিততে। আমরা ওখানে সেরা ক্রিকেট খেলতে চাই। যে দল ভালো খেলবে তারাই জিতবে। পাঁচ দিনের খেলা এ কারণে সেশন বাই সেশন ধরে এগোতে হবে। চট্টগ্রাম টেস্টে (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে) আমরা চার দিন এগিয়ে থেকেও হেরে গেছি, এমনটা করতে চাই না। লম্বা সময় মনোযোগ ধরে রাখতে চাই।’

নিউজিল্যান্ডে ভালো খেলেতে পারেনি বাংলাদেশ দল, তবে শ্রীলঙ্কায় এমনটা হবে না বিশ্বাস করেন সুজন, ‘আমরা নিউজিল্যান্ডে ভালো খেলতে পারিনি, তবে আমরা জানি আমাদের সামর্থ্য আছে। শ্রীলঙ্কায় আলাদা পরিবেশে খেলবো। সেখানকার কন্ডিশনটা আমরা জানি, ওখানে এখন গরম থাকে বেশি। উইকেটটা ভালো থাকে। নিজেদের কন্ডিশনে শ্রীলঙ্কা বেশ শক্ত প্রতিপক্ষ, কিন্তু আমরা বিশ্বাস করি আমরা স্কিলের দিক থেকে পিছিয়ে নেই। আমরা যদি আমাদের সেরা ক্রিকেট খেলতে পারি, প্রক্রিয়াটা ঠিক রাখতে পারি, তবে আশা করি ভালো করব।’

খেলোয়াড়দের প্রস্তুতি ও ফিটনেস নিয়ে কোনো ধরনের সংশয় নেই সাবেক অধিনায়কের। দল হিসেবে সবাইকে একসঙ্গে ঝাঁপিয়ে পড়ার তাগিদ দিলেন তিনি, ‘খেলোয়াড়রা অনেক ফিট। অনেক চেষ্টা করে তারা‌ মাঠে গিয়ে। কিন্তু পারফরম্যান্সটা কেন হচ্ছে না সেটা একটা বড় ব্যাপার। প্রক্রিয়াগুলো কিন্তু খারাপ বলবো না আমি। দল হিসেবে খেলতে হবে আমাদের, ব্যক্তিগত পারফরম্যান্স অনেক দেখেছি আমরা। এখনই সময় আমরা বাংলাদেশ দল হিসেবে খেলতে চাই।’

সুজন আরো বলেন, ‘আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেট খেলতে। আমরা যদি আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি, আমি মনে করি আমরা সামর্থ্যবান।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত