করোনায় আক্রান্ত আকরাম খান

প্রকাশ : ১০ এপ্রিল ২০২১, ১২:৩৭

সাহস ডেস্ক

করোনায় আক্রান্ত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

শনিবার (১০ এপ্রিল) সংবাদমাধ্যমকে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন দেশের সাবেক এই অধিনায়ক।

আকরাম খান জানিয়েছেন, কিছু উপসর্গ থাকায় পরীক্ষা করান তিনি। এরপর শুক্রবার জানতে পারেন তিনি করোনা পজিটিভ।

আপাতত নিজ বাসাতেই আইসোলেশনে আছেন আকরাম। তবে খুব বেশি শারীরিক জটিলতা নেই। তিনি বলেন, ‘আমি ভালো আছি। দেশবাসীর কাছে দোয়া চাইছি।’

পরিবারের বাকি সদস্যদেরও আজ শনিবার করোনা পরীক্ষা করানো হবে বলে জানিয়েছেন তিনি।

আকরাম খানের আগে করোনায় আক্রান্ত হয়েছে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা। যে কারণে বিমানের টিকিট কেটেও নিজ দেশ শ্রীলঙ্কায় যেতে পারেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেটে করোনার হানার নতুন শিকারই হলেন আকরাম খান। দেশজুড়েই করোনার সংক্রমণ ভয়ংকর রূপ নিয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে নিয়মিতই সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত