পাকিস্তানকে নিষিদ্ধ করল ফিফা

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২১, ১৮:২৮

সাহস ডেস্ক

পাকিস্তান ফুটবল ফেডারেশনকে আগেভাগেই সতর্ক করেছিল ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তাতেও সতর্ক হয়নি পাক-ফেডারেশন। সম্প্রতি লাহোরের পাকিস্তান ফুটবল ফেডারেশনের কার্যালয় দখলের মতো ঘটনা ঘটেছে। সরকারি হস্তক্ষেপে ভেঙে দেওয়া হয়েছে ফেডারেশনের ফিফা অনুমোদিত কার্যনির্বাহী কমিটি। এসব ঘটনার জেরেই আজ পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

বুধবার (৭ এপ্রিল) এক বিবৃতিতে এ কথা জানিয়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

বিশ্ব ফুটবল সংস্থা জানিয়েছে, এই নিষেধাজ্ঞা তখনই তোলা হবে যখন তাদের অনুমোদিত কোনো কমিটি পাকিস্তান ফুটবল ফেডারেশনের দায়িত্ব নেবে।

পাকিস্তান ফুটবলের এমন নিষেধাজ্ঞা অবশ্য নতুন কিছু নয়। এর আগে ২০১৭ সালে আদালতের নির্দেশে গঠিত কমিটি ফেডারেশনের দায়িত্ব নিলে ফিফা তাদের নিষিদ্ধ করে। পরে ফিফার হস্তক্ষেপে একটি নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানের অবস্থান ২০০ নাম্বারে।

এছাড়াও ফিফা আজ নিষিদ্ধ করেছে আফ্রিকার দেশ চাদের ফুটবল ফেডারেশনকেও। ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের কারণে শাস্তি পেল ফিফা র‌্যাঙ্কিংয়ের ১৭৮ নম্বর দলটি।

তথ্যসূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত