নিগারের সেঞ্চুরিতে দ.আফ্রিকাকে হারাল বাঘিনীরা

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২১, ১৭:৩১

সাহস ডেস্ক

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ইমার্জিং দলের বিপক্ষে নিগার সুলতানার দুর্দান্ত সেঞ্চুরিতে দারুণ জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

মঙ্গলবার (৬ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পোট্রিয়া নারীদের বিপক্ষে ২৭ বল হাতে রেখেই ৭ উইকেটে জিতেছে বাঘিনীরা। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

এদিন টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলের হয়ে ওপেনার অ্যান্ড্রি স্টেইন ১১৮ বলে ৮০ রানের দারুণ ইনিংস উপহার দেন। তাকে বোল্ড করে সেঞ্চুরিবঞ্চিত করেন সালমা খাতুন। পরে মিডল অর্ডারে নেমে আনেকি বস খেলেন ৫৮ বলে ৪২ রানের ইনিংস। এছাড়া আর কেউ ভালো করতে পারেননি।

বাংলাদেশের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নিয়েছেন নাহিদা আকতার এবং রিতু মনি। সালমা খাতুন নিয়েছেন ১ উইকেট।

প্রোটিয়াদের দেয়া ১৯৭ রানের জবাবে ব্যাট হাতে নেমে নিগার সুলতানার দুর্দান্ত সেঞ্চুরিতে ২৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাঘিনীরা। দলের হয়ে ব্যাটিংয়ে নেমে ১৬ রানে প্রথম উইকেট পতন হয় বাংলাদেশের। শারমিন সুলতানা ফিরেন ৭ রানে। সেই ধাক্কা সামলে উঠতেই ৩৮ রানে বিদায় নেন আরেক ওপেনার মুর্শিদা খাতুন (২১)।

এরপর ৪৪ রানের জুটি গড়েন নিগার সুলতানা আর ফারজানা হক। ফারজানা ১৫ রানে আউট হলেও নিগার ১৩৫ বলে ১১ চারে ১০১ রান করে অপরাজিত থাকেন। অবিচ্ছিন্ন ১১৫* রানের জুটির আরেক নায়িকা অধিনায়ক রুমানা আহমেদ ৬৯ বলে ৪৫ রানে অপরাজিত থাকেন।

ম্যাচ সেরা হয়েছেন নিগার সুলতানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত