টেস্ট মর্যাদা পেলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

প্রকাশ : ০৩ এপ্রিল ২০২১, ১৩:৪৯

সাহস ডেস্ক

বাংলাদেশ ক্রিকেটের জন্য সুখবর! টেস্ট মর্যাদা পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এমনই সময় নারী দল টেস্ট মর্যাদা পেল যে সময় নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ পুরুষ জাতীয় ক্রিকেট দল।

তবে নারী দল টেস্ট মর্যাদা পাওয়ায় খুব স্বাভাবিকভাবেই সালমা খাতুন, রুমানা আহমেদ, জাহানারা আলম, নাহিদা আক্তার, ফারিহা তৃষ্ণা, নিগার সুলতানারা এখন অভিনন্দন আর শুভেচ্ছাবার্তায় সিক্ত হচ্ছেন।

ওয়ানডে টি-টোয়েন্টির পাশাপাশি টেস্ট খেলবেন সালমা-রুমানারা, অনুভূতি কী? 

তারা খুবই আনন্দিত, উচ্ছ্বসিত। তাদের বিশ্বাস, এই টেস্ট মর্যাদা লাভের মধ্য দিয়ে পূর্ণতা পেল দেশের নারী ক্রিকেট। এতে করে বাংলাদেশের নারীরা আরও এগিয়ে যাবে।

দেশের সবচেয়ে সিনিয়র নারী ক্রিকেটার সালমা খাতুন বলেন, ‘আলহামদুল্লিল্লাহ। টেস্ট ক্রিকেটের মর্যাদা পেয়ে আমরা অনেক আনন্দিত। আশা করি, এটা মেয়েদের ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিয়ে যাবে।’

চৌকশ ক্রিকেটার রুমানার কন্ঠেও খুশির ঝিলিক, ‘আলহামদুল্লিল্লাহ। নিঃসন্দেহে এটা আমাদের নারী ক্রিকেটের জন্য অনেক ভালো খবর। আর এই টেস্ট স্ট্যাটাসের মাধ্যমে আমরা নারী ক্রিকেটের পূর্ণতা পেয়েছি। আর সত্যি কথা বলতে কি, নিজেদের টেস্ট প্লেয়ার ভাবতে আমাদের অনুভব অন্যরকম হয়ে যায়। এই স্ট্যাটাসের মাধ্যমে আমাদের ক্রিকেটকে অনেকদূর এগিয়ে নিতে চাই।

তৃষ্ণার অভিব্যক্তিও একইরকম। তিনি বলেন, ‘আলহামদুল্লিাহ। বাংলাদেশের নারী ক্রিকেট আজ পূর্ণাঙ্গ রূপ পেল। নিঃসন্দেহে এটা বাংলাদেশের নারী ক্রিকেটকে অন্য উচ্চতায় নিয়ে যাবে।’

একইভাবে নাহিদা আক্তার আর নিগার সুলতানা জ্যোতির চোখে-মুখে উচ্ছ্বাস। তারাও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ক্রিকেটের ঐতিহ্যবাহী ফরম্যাট টেস্ট ক্রিকেটে অন্তর্ভূক্ত হতে পেরে অনেক গর্বিত।’

তথ্যসূত্র: জাগো নিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত