টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, নেই ‘পঞ্চপাণ্ডব’

প্রকাশ : ০১ এপ্রিল ২০২১, ১৪:১৩

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে টানা হেরে ইতোমধ্যেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশ এড়ানোর পালা। আজ তিন ম্যাচের তৃতীয় ও শেষ ম্যাচটি খেলতে নেমেছে দুই দল। তবে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে, না হলে ওয়ানডে সিরিজের মত টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়ে ফিরবে টাইগাররা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) অকল্যান্ডের ইডেন পার্কে দুপুর ১২টায় টস করার কথা থাকলেও বৃষ্টির কারণে তা বিলম্ব হয়েছে। পরে বৃষ্টি থামলে টস হয়েছে। টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস।

এ ম্যাচে বাংলাদেশ পাচ্ছে না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। ইনজুরির কারণে ছিটকে গেছেন তিনি। তাই মাহমুদউল্লাহর পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এর মধ্যে দিয়ে সপ্তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে লিটনের।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর বাঁ ঊরুতে টান পড়ে। চোট নিয়ে খেলে গেলেও শেষ ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট নন তিনি। এর আগে ছিটকে গেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সিরিজ থেকে আগেই ছুটি নিয়েছেন দেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। তাই আজকের ম্যাচে ‘পঞ্চপাণ্ডব’ ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ।

শেষ ম্যাচে মাহমুদউল্লাহর অনুপস্থিতিতে একাদশে মোসাদ্দেক হোসেনের থাকার সম্ভাবনা প্রবল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত