অ্যানফিল্ডে হেরে ১২৮ বছরে রেকর্ড ভাঙল লিভারপুল

প্রকাশ : ০৮ মার্চ ২০২১, ০৪:২৪

সাহস ডেস্ক

নিজেদের মাঠ অ্যানফিল্ডে হারটা যেন লিভারপুলের সৌখিনতায় পরিণত হয়েছে। আজ ইংলিশ প্রিমিয়ার লিগের নিচের সারির দল ফুলহ্যামের বিপক্ষেও নিজেদের মাঠে হেরেছে লিভারপুল। চলতি মৌসুমে অ্যানফিল্ডে এ নিয়ে টানা ৬ষ্ঠ হারের মুখ দেখল ইয়ুর্গেন ক্লপের দল। এতে শিরোপা ধরে রাখার আশা তো কবেই শেষ, টানা হারের এই ছক্কায় এখন লিগে লিভারপুলের শেষ আশা, অর্থাৎ সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নেওয়ার আশাও অক্কা পেল বলে!

রবিবার (৭ মার্চ) অ্যানফিল্ডে ফুলহ্যামের বিপক্ষে ১-০ গোলে হরেছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল। এর তিন দিন আগে চেলসির কাছে ১-০ গোলে হেরে অ্যানফিল্ডে লিগে টানা পঞ্চম হারই ছিল ক্লাবের ১২৮ বছরে রেকর্ড, ষষ্ঠ হারে তো নিজেদেরই ছাপিয়ে গেল লিভারপুল!

এদিন দলে অনেক পরিবর্তন এনেও লাভ হয়নি লিভারপুলের। গত কদিনে লিভারপুলের খেলার ধরন একই থাকল। ২০২১ সালে নিজেদের মাঠে আগের ছয় ম্যাচে মাত্র ১ গোল পাওয়া (সেটিও পেনাল্টি থেকে) লিভারপুল প্রথমার্ধে ফুলহামের রক্ষণে যেন ফুলের টোকা দিতে পেরেছে শুধু। ফুলহাম গোলকিপার আলফঁস আরেওলাকে কোনো পরীক্ষাই দিতে হয়নি।

প্রথমার্ধে লিভারপুলকে বারবার কাঁপিয়ে দিয়েছে ফুলহাম। তবে পুরো ম্যাচে ভালো খেলেও মাত্র এক গোলে জিতেছে ফুলহ্যাম। ম্যাচের ৪৫ মিনিটে গোলটা পেয়েছে লিভারপুল ফরোয়ার্ড মো সালাহর ভুলে। ফুলহামের কাভালেইরোর ফ্রি-কিক বক্সে ভেসে এলে সেটি ফিরিয়ে দিয়েছিলেন লিভারপুল লেফটব্যাক রবার্টসন, বল যায় নিজেদের বক্সের ঠিক প্রান্তে দাঁড়ানো সালাহর কাছে। কিন্তু বল নিয়ে কী করবেন, তা ঠিক করতেই মিনি সেকেন্ড সময় নেন সালাহ, অতটুকুই যথেষ্ট হলো ফুলহ্যাম মিডফিল্ডার মারিও লেমিনার জন্য। বল কেড়ে নিয়ে চোখধাঁধানো আড়াআড়ি শটে বল জড়িয়ে দেন জালে। পরে গোলটি আর শোধ করতে পারেনি লিভারপুল। এই ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে ২৮ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ম স্থনে নেমে গেছে লিভারপুল। সমান ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের ১৮তম স্থানে আছে ফুলহ্যাম। সমান ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ৫৪ ও ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে ম্যানচেস্টার ইউনাইটেড ও তৃতীয়তে আছে লেস্টার সিটি। এক ম্যাচ কম খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে চেলসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত