অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৫৩

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে বিশ্বের শীর্ষ চার নম্বরে থাকা রাশিয়ান তারকা দানিল মেদভেদেভকে একপেশে এক ম্যাচে গুঁড়িয়ে দিয়ে টানা তিনবার ও মোট নবমবারের মতো বছরের প্রথম গ্র্যান্ড স্লামটি ট্রফি হাতে তুলে নিলেন পুরুষ টেনিসের শীর্ষ ১ নম্বরে থাকা সার্বিয়ান তারকা জোকোভিচ। এ নিয়ে মোট ১৮তম গ্র্যান্ড স্লাম জিতে রজার ফেদেরার ও রাফায়েল নাদালের কাছে আরেকধাপ এগিয়ে গেলেন ‘জোকার’ জোকোভিচ। ২০টি করে গ্র্যান্ড স্ল্যাম জিতে যৌথভাবে শীর্ষে রয়েছেন ফেদেরার ও রাফায়েল।
 
রবিবার (২১ ফেব্রুয়ারি) রড লেভার অ্যারেনায় মেদভেদকে ৭-৫, ৬-২, ৬-২ গেমে সহজেই হারিয়েছেন চ্যাম্পিয়ন হয়েছেন নোভাক জোকোভিচ।
এদিন মেদেভেদেভকে হারাতে মাত্র ১ ঘণ্টা ৫৩ মিনিটই লেগেছে জোকোভিচের। ৭-৫, ৬-২, ৬-২ গেমে জিতেছেন। ইতিহাসের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোনো একটি গ্র্যান্ড স্লাম আটবারের বেশি জিতলেন জোকোভিচ। আর ১৩ বার ফ্রেঞ্চ ওপেন জিতে যে রেকর্ডের মালিক স্পেনের রাফায়েল নাদাল।
 
বছরের প্রথম গ্র্যান্ড স্লামের ফাইনালে কখনোই হারেনি টানা তৃতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ। ২০০৮ সালে জো-উইলফ্রিড সোঙ্গাকে হারিয়ে প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জেতা জোকোভিচ এরপর ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬, ২০১৯, ২০২০ সালেও জিতেছেন মেলবোর্ন পার্কে।
নিজের টেনিস ক্যারিয়ারে গ্র্যান্ড স্ল্যাম জয়ে অস্ট্রেলিয়ান ওপেনেই সবচেয়ে সফল জোকোভিচ। এরপর সর্বোচ্চ ৫বার চ্যাম্পিয়ন হয়েছেন উম্বলডনে। ইউএস ওপেন জিতেছেন ৩বার। সবচেয়ে কম ফ্রেঞ্চ ওপেন জিতেছেন একবার।
 
সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম-
রজার ফেদেরার          ২০
রাফায়েল নাদাল          ২০
নোভাক জোকোভিচ     ১৮
পিট সাম্প্রাস               ১৪
রয় এমারসন              ১২
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত