আইপিএল নিলাম

‘আমাদের ময়না ঘরে ফিরেছে’- কলকাতা নাইটরাইডার

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ১৮:০৪

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

২০২১ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর নিলাম হচ্ছে আজ বৃহস্পতিবার। এবারের নিলামে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানেক কিনে নিলো বলিউড সুপারস্টার শাহরুখ খানের কলকাতা নাইটরাইডার (কেকেআর)। সাকিবকে আবারো দলে পেয়ে অফিসিয়াল টুইটার পেজে কেকেআর লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়িারি) সাকিব আল হাসানকে ৩ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কলকাতা।

সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি। নিলামে তাকে প্রথমে ডাকে কলকাতা। এরপর তাকে পাওয়ার চেষ্টা করে পাঞ্জাব কিংস (আগের কিংস ইলেভেন পাঞ্জাব)। কিছুক্ষণ টানাটানির পর ৩ কোটি ২০ লাখ রুপি দাম ওঠার পর হাল ছেড়ে দেয় পাঞ্জাব।

এর আগে ২০১১ সালে কলকাতার হয়েই আইপিএলে প্রথম খেলার সুযোগ পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বলিউড বাদশাহর দলে ২০১৭ সাল পর্যন্ত খেলেছেন তিনি। সেখানে ছয় মৌসুমে দুইবার আইপিএল জিতেছেন সাকিব। এরপর ২০১৮ সালে তাকে কলকাতার কাছ থেকে নিয়ে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। গত মৌসুমে আইসিসির নিষেধাজ্ঞার কারণে আইপিএলে খেলতে পারেননি সাকিব। এবার সুযোগ পেয়েই সাকিবকে হাতিয়ে নিল কেকেআর।

সাকিবকে পেয়ে নিজেদের অফিসিয়াল টুইটার পেজে কেকেআর লিখেছে, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’

শুধু তাই নয় ২০১২ ও ২০১৪ সালে সাকিবের দুটো ট্রফি জয়ের কথা স্মরণ করে কলকাতা নাইট রাইডার্স আরো লিখেছে, ‘তিন নম্বর ট্রফির জন্য সাকিব এখানে।’ পরের লাইনে বাংলায় লিখেছে, ‘স্বাগত ময়না’।

তবে ২০১৭ সালে সাকিবকে কলকাতা যেভাবে বিদায় দিয়েছিল সেটা অনেকেরই মনের মত হয়নি। ছয় বছরের সম্পর্ক শেষে কোনো বিদায় বার্তা দেয়নি ফ্র্যাঞ্চাইজি, কোনো ধন্যবাদও দেয়নি। এরপর নতুন ফ্র্যাঞ্চাইজি হায়দরাবাদের হয়ে কলকাতায় খেলতে গিয়েই বাজিমাত করেছেন। হায়দরাবাদের স্পিন আক্রমণের সঙ্গী হয়ে কলকাতাকে কলকাতার মাঠেই হারিয়েছেন। সে ম্যাচের পর কলকাতার সংবাদমাধ্যমই একে দেখেছিল প্রতিশোধ হিসেবে। যে দলের হয়ে ছয় বছর খেলেছেন, তাদের কাছ থেকে পর্যাপ্ত সম্মান না পাওয়ার প্রতিশোধ হিসেবেই সেটাকে দেখিয়েছিল কলকাতার সংবাদমাধ্যম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত