কাল রাগের মাথায় বলেছিলেন ওসব কথা: বিসিবি সভাপতি

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২১, ১৯:৫৪

সাহস ডেস্ক

কাল মিরপুর টেস্ট হারার পর বাংলাদেশ দলের খেলোয়াড়, অধিনায়ক, কোচ থেকে শুরু করে নির্বাচকদের ধুয়ে দেন বিসিবি সভাপতি। কিন্তু এক রাতের মধ্যেই সুর বদলে বিসিবি সভাপতি আজ বললেন, কাল ম্যাচ শেষে নাকি রাগের মাথায় বলেছিলেন ওসব কথা।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকা নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

বিসিবি সভাপতি বলেন, হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদের খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কালকে ছিল রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। তবে আমাদের যে আরও উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা সবার মধ্যে আসতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না- এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।

সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা উল্লেখ করে বোর্ড সভাপতি বলেন, ব্যাটসম্যানদের শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এভাবে কেউ আউট হয় না। পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত