লেভান্ডভস্কির জোড়া গোলে ফাইনালে বায়ার্ন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ১৩:৩৪

সাহস ডেস্ক

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রবার্ট লেভান্ডভস্কির জোড়া গোলে আল আহলিকে হারিয়ে ফাইনালে নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ।

সোমবার (৮ ফেব্রুয়ারি) কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে স্বাগতিক আল আহলিকে ২-০ গোলে হারিয়েছে বায়ার্ন।

এদিন ম্যাচের প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বায়ার্ন। এরই ধারাবাহিকতায় ১৭ মিনিটে এগিয়ে যায় ২০১৩ আসরের চ্যাম্পিয়নরা। সের্গে জিনাব্রির পাস থেকে বল পেয়ে ছয় গজ বক্সের সামনে থেকে ডান পায়ের জোরালো শটে জালে বল জড়ান চলতি বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা লেভান্ডভস্কি। পরে প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতি থেকে ফিরে এসে গোলশোধে মরিয়া হয়ে যায় স্বাগতিকরা। তবে নিজেদের খেলার ধার বজায় রেখে খেলতে থাকা বায়ার্ন ওই লেভান্ডভস্কির গোলে ফের এগিয়ে যায়। ম্যাচের ৮৫ মিনিটে ডান দিকের বাইলাইনের কাছ থেকে লেরয় সানের ক্রসে হেডে বল জালে জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করে দলের জয় নিশ্চিত করেন গত বছরের ফিফা বর্ষসেরা এই তারকা।

আগামী ১১ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) ফাইনালে এডুকেশন সিটি স্টেডিয়ামে মেক্সিকোর দল তাইগ্রেসের মুখোমুখি হবে জার্মান চ্যাম্পিয়নরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত