৯০ মিনিট যেন শেষই হচ্ছিল না: সাউদ্যাম্পটন কোচ

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ১৯:২৯

সাহস ডেস্ক

মঙ্গলবার রাতে ঘরের মাঠে সাউদ্যাম্পটনকে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হরিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এতে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত ম্যানইউ শিবির। তবে সাউদ্যাম্পটন শিবিরের কি অবস্থা? তবে পুরো বিদ্ধস্ত অবস্থায় আছেন সাউদ্যাম্পটনের অস্ট্রিয়ান কোচ রাল্ফ হ্যাসেনহ্যাটল। কারণ, গত মৌসুমে তার অধিনেই লেস্টার সিটির বিপক্ষেও ৯-০ গোলে হেরেছিল সাউদ্যাম্পটন। এই নিয়ে দু’বার এমন দুর্ঘটনার শিকার হলো সেইন্টরা।

এদিকে ৯ জনের দল হয়ে তাদের লড়তে হয়েছে রেড ডেভিলদের বিপক্ষে। ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটে এবং শেষ হওয়ার ৪ মিনিট আগে লাল কার্ড দেখায় দুই খেলোয়াড়কে হারাতে হয় তাদের। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে সুলসারের দল।

ম্যাচ শেষে সাউদ্যাম্পটনের কোচ রাল্ফ হ্যাসেনহ্যাটল সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা আবারও ভয়ংকরভাবে হারলাম। একই গল্প, একজন মাঠ ছাড়লো এবং ৯০ মিনিট যেন শেষই হচ্ছিল না।’

এদিন ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে মূল একাদশের নিয়মিত খেলোয়াড়দের পাননি কোচ রাল্ফ হ্যাসেনহ্যাটল। চোটের কারণে মাঠের বাইরে ছিল সাউদ্যাম্পটনের ৯ জন খেলোয়াড়। তার উপর দুইজন দেখেন লাল কার্ড।

এ নিয়ে ৫৩ বছর বয়সী কোচ বলেন, ‘ছেলেদের কোনো বিকল্প ছিল না। বেঞ্চে কোনো খেলোয়াড় ছিল না। ভালোভাবে রক্ষণ সামলানোর জন্য কোনো বিকল্প ছিল না হাতে। সবশেষে, প্রথমবারের মতো এমন এক ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হলাম।’

তিনি বলেন, ‘এটা বেদনার। এটা আমাকে খুব আহত করেছে, তবে এই ফল আমি পাল্টাতে পারব না-এটা ঘটে গেছে।’

তিনি বলেন, ‘ঘুরে দাঁড়ানোর একমাত্র রাস্তা হচ্ছে, আমাদের একত্র হতে হবে। আমি এখানে বসে আছি এবং এই মুহূর্তে উত্তর দিচ্ছি, দলের জন্য কোনোকিছু করতে পারি এমন কোনো বিকল্প হাতে ছিল, এবং এটাই মূল কথা।’

রাল্ফ হ্যাসেনহ্যাটল আরো বলেন, ‘আবারও এমন ফলাফল খুবই ব্যথাদায়ক। তবে এখন এটা ভিন্ন এক দল এবং আমরা মৌসুমে ভালো অবস্থায় আছি। দেখা যাক, কিভাবে মৌসুমটা শেষ করি।’

চলতি মৌসুমের পয়েন্ট তালিকায় ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে আছে সাউদ্যাম্পটন। ২২ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড। ২০ ম্যাচে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে লেস্টার সিটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত