শুরুতেই লাল কার্ড, পয়েন্ট হারাল রিয়াল

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২১, ১৪:৫২

শুরুতেই লাল কার্ড। ম্যাচের মাত্র ৯ মিনিটেই লালকার্ড দেখে মাঠ ছাড়েন এডার মিলিতাও। এতেই দশ জনের খর্ব শক্তির দলে পরিণত হয় রিয়াল। তাও আবার ঘরে বসে টিভিতে দেখতে হয়েছে জিদানকে। করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনের আছেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তাকে ছাড়াই গত ম্যাচে আলাভেসের মাঠে ৪-১ গোলের জয় তুলেছিল রিয়াল। কিন্তু গতরাতে নিজেদের মাঠে লাল কার্ডের রেকর্ড গড়া এই ম্যাচে লেভান্তের কাছে হেরে পয়েন্ট খোয়ালো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

শনিবার (৩০ জানুয়ারি) স্তাদিও আলফ্রেদো দি স্তেফানো স্টেডিয়ামে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এ হারে পয়েন্ট টেবিলে তাদের ধরে ফেলার সম্ভাবনা জেগেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার। আজ রাতে অ্যাতলেটিক বিলবাওকে হারাতে পারলেই পয়েন্টে রিয়ালের পাশে চলে যাবে কাতালানরা। ওদিকে শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। আরও দুই ম্যাচ হাতে আছে অ্যাতলেটিকো।

মৌসুমের সবচেয়ে খারাপ সময়ই পার করছে যেন রিয়াল মাদ্রিদ। কোচ জিনেদিন জিদানের বিদায় ঘণ্টাও বাজতে শুরু করেছে বলা যায়। কোপা ডেল রে’র শেষ ৩২ রাউন্ডটাই পার হতে পারেনি। তৃতীয় সারির দল অ্যালকোয়ানোর কাছে হেরে বিদায় নিতে হয়েছিল।

এদিন ম্যাচের ৯ম মিনিটে লেভান্তের ফুটবলার সার্জিও লিওনকে নিশ্চিত গোল করা থেকে ফেরাতে কঠিন এক ট্যাকল করেন এডার মিলিতাও। এতে ফাউলের বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআর দেখে লাল কার্ড দেখান রেফারি।

তবুও প্রথমে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের ১৩ মিনিটে আক্রমণে উঠেছিল লেভান্তে। মেন্দি ক্রস ক্লিয়ার করায় সে বল ক্রুসের পায়ে এল। নিজেদের বক্সের সামনে বেনজেমার পা ঘুরে বল আবার ক্রুসের কাছে যেতেই পায়ের বাইরের দিকটা ব্যবহার করে দুর্দান্ত এক থ্রু বল পাঠালেন জার্মান মিডফিল্ডার। মাঝমাঠ পেরিয়ে সে বলের নাগাল পাওয়া মার্কো আসেনসিও সে বল নিয়ে ছুট লাগালেন। লেভান্তে বক্সে গিয়ে ডান পায়ের এক শটে ম্যাচে এগিয়ে দিলেন ১০ জনের রিয়ালকে।

ম্যাচের ৩২ মিনিটে হোসে লুইস মোরালেসের গোলে সমতায় ফেরে লেভান্তে। দুর্দান্ত এক শটে রিয়াল গোলরক্ষক থিবাত কুর্তোয়াকে পরাস্ত করেন তিনি। এর আগে কুর্তোয়ার দৃঢ়তার কল্যাণেই একাধিক নিশ্চিত গোল থেকে বেঁচে গিয়েছিল রিয়াল। পরে প্রথমার্ধের বাকি সময়ে আর কোনো গোল না হলে এই ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসে দুই দলেরই আক্রমণ পাল্টা আক্রমণ চলতে থাকে। তবে একজন খেলোয়াড় কম থাকার ধকল টের পাওয়া যাচ্ছিল রিয়ালের খেলায়। বিপদ বাড়ে ৫৮ মিনিটে হ্যাজার্ড উঠে যাওয়ার পরপরই। ম্যাচের ৬২ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে পেনাল্টি দিয়ে বসেন হ্যাজার্ডের বদলি নামা ভিনিসিয়ুস জুনিয়র। এবারও ভিএআর রিয়ালের কপাল পুড়িয়েছে। প্রথমে রেফারি ফ্রি–কিক দিয়েছিলেন। কিন্তু ভিএআর সিদ্ধান্ত বদলে দিয়ে পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছে।

পরে ম্যাচের ৬৩ মিনিটে সে পেনাল্টি ঠেকিয়ে আবার দলের ত্রাতারূপে হাজির হলেন কোর্তোয়া। কিন্তু রিয়ালের সর্বনাশ ঠেকাতে পারেননি। ম্যাচের ৭৮ মিনিটেই জয় সূচক গোলটি করেন রোসা। পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়া রোসার নিজের প্রায়শ্চিত্ত করলেন। রিয়াল রক্ষণের ভুল কাজে লাগিয়ে নিজের দলকে জয় এনে দিলেন এই স্ট্রাইকার।

এই হারে ২০ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল মাদ্রিদ। দুই ম্যাচ কম খেলে অর্থাৎ ১৮ ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ২০ ম্যাচ খেলে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে সেভিয়া। ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত