সাকিব-মোস্তাফিজে বিপর্যয় উইন্ডিজ, সাকিবের ১৫০

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৪:৩৭

সাহস ডেস্ক
ছবি:

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আজ প্রথম ম্যাচে টচে জিতে আগে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে আমন্ত্র জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল। আগে ব্যাট করতে নেমে শুরুতেই মোস্তাফিজের আঘাতে দুই ক্যারিবীয় ওপেনার সাজঘরে ফিরেছেন। এরপরেই সাকিবের আঘাত।

বুধবার (২০ জানুয়ারি) মিরপুর আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং বেছে নেন টাইগারদের নতুন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

প্রায় দেড় বছর পর ওয়ানডে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডেতে ফিরেই দেখিয়েছেন চমক। এরইমধ্যে ৭ ওভার বল করেছেন, ২ ওভার মেডেন নিয়ে রান দিয়েছেন মাত্র ৮ রান সাথে উইকেট নিয়েছেন ৩টি।

নিজের চতুর্থ ও ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে উইন্ডিজের অধিনায়ক জেসন মোহাম্মদকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন সাকিব। এরপর নিজের পঞ্চম ওভারের চতুর্থ বলেই এনক্রুমাহ বোনেরকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন বাঁহাতি স্পিনার।

এর আগে তিনে নামা আন্দ্রে ম্যাকার্থিকে বোল্ড করে প্রায় দেড় বছর পর ওয়ানডে উইকেটের দেখা পান বিশ্বসেরা অলরাউন্ডার। এটা আবার ঘরের মাটিতে তার ১৫০তম উইকেট।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে উইন্ডিজের সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ১১৪ রান।

বাংলাদেশ ওয়ানডে একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), লিটন কুমার দাশ, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্থি, রভমেন পাওয়েল, রেইমন রেইফার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত