মারা গেছেন প্রবীণ ক্রিকেট সংগঠক রাইসউদ্দিন আহমেদ

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২১, ১৩:৫২

সাহস ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবীণ ক্রিকেট সংগঠক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সাধারণ সম্পাদক রাইসউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বুধবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় তিনি মারা যান। রাইসউদ্দিন আহমেদের ছেলে আশফাক আহমেদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

করোনা পজিটিভ হলে গত ২৫ ডিসেম্বর রাইসউদ্দিন আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি মৃত্যুর আগে লাইফ সাপোর্ট ছিলেন।

৪৪ বছর আগে এই জানুয়ারি মাসেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ১৯৭৭ সালের ৭ জানুয়ারি মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) বিপক্ষে যে তিন দিনের ম্যাচটি দিয়ে জাতীয় দলের যাত্রা শুরু, রাইসউদ্দিন আহমেদ সেটি আয়োজনে নেপথ্যে রেখেছিলেন বড় ভূমিকা। বাংলাদেশের ক্রিকেটের উত্থানের পর্বে ওতপ্রোতভাবেই জড়িয়ে ছিল তার নাম।

২০১৭ সালে তিনি রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছিলেন।

তথ্যসূত্র: প্রথম আলো

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত