আমার মাইন্ড গেম খেলার দক্ষতা নেই: ইয়ুর্গেন ক্লপ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২১, ১৪:৪৮

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমে রাজত্ব করছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ম্যানইউ এবং দ্বিতীয়তে আছে লিভারপুল। আগামীকাল বরিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় অ্যানফিল্ডে মুখোমুখি হবে শীর্ষের দুই দল অলরেড বনাম রেড ডেভিল। এ লড়াই শুধু ঐতিহাসিক লড়াই-ই নয়, সিংহাসন দখলেরও লড়াই।

এই লড়াইটি বিশ্ব ফুটবলে সেরা লড়াইয়ের একটি। এমন একটি ম্যাচের আগে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি স্যার আলেক্স ফার্গুসনের মতো নন এবং মাইন্ড গেম খেলায় দক্ষ নন।

রেড ডেভিলদের অ্যানফিল্ডে আতিথেয়তা দেওয়ার আগে ক্লপকে অবশ্য চিন্তা করতে হচ্ছে প্রতিপক্ষকে নিয়ে। কারণ সাম্প্রতিক সময়ে ইউনাইটেডের পেনাল্টি থেকে গোল নিয়ে খোঁচা দেন জার্মান কোচ। তার জন্য উল্টো সাবেক রেফারি মার্ক ক্লাটেনবার্গ সমালোচনা করেন ক্লপকে।

এ নিয়ে লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, ‘আমি কি বলেছি তা নিয়ে কে কি বলল তাতে কি আমি অবাক হবো? আমি কি অবাক হবো যে, মার্ক ক্লাটেনবার্গ এ নিয়ে বলেছে তার জন্য? না। তবে আমি বিভিন্ন কারণে স্যার আলেক্স ফার্গুসন নই। আমার কোনো দক্ষতা নেই মাইন্ড গেম খেলায়। এটাই আমার সমস্যা।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত