আমি ভাল আছি, জীবন ফিরে পেয়েছি: সৌরভ

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২১, ১৭:০৩

সাহস ডেস্ক
ছবি সংগৃহীত

গতকাল বুধবারই হাসতাপাল ছেড়ে বাড়িতে ফেরার কথা ছিল ভারতীয় ক্রিকেট কাউন্সিলের সভাপতি সৌরভ গাঙ্গুলীর। কিন্তু নিজের ইচ্ছাতেই আরেক দিন হাসপাতালে থেকে গেলেন। ভর্তির পাঁচদিন পর আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন সৌরভ।

হাসপাতাল থেকে বেড় হয়ে সৌরভ সাংবাদিক এবং তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে সৌরভ বলেন, ‘আই অ্যাম রেডি টু ফ্লাই’।

এরপর চিকিৎসক, নার্স, হাসপাতাল কর্মী এবং ভক্তদের ধন্যবাদ জানান সৌরভ। মুখে মাস্ক পরে হাসপাতালের সামনে দাঁড়িয়ে সৌরভ বলেন, ‘এখানকার চিকিৎসক, নার্স, হাসপাতালের কর্মীরা যেভাবে আমার সেবাযত্ন ও চিকিৎসা করেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

তিনি বলেন, ‘আমি এখন উড়তে তৈরি। খুব ভালো আছি। যারা এতদিন আমার জন্য এখানে অপেক্ষা করলেন তাদের সকলকে ধন্যবাদ।’

হাসপাতাল থেকে নিজ বাড়ি বেহালায় ফেরার সময় সৌরভের সঙ্গে যান একজন চিকিৎসক এবং ৪ জন স্বাস্থ্যকর্মী।

সৌরভের বেহালা রোডের বাড়ির সামনেও ভিড় জমান ‘মহারাজ’ ভক্তরা। বাড়ি ফিরে একবার সামনে বেরিয়ে আসেন তিনি। তখন তিনি বলেন, ‘আমি ভাল আছি, জীবন ফিরে পেয়েছি। ধন্যবাদ।’

সৌরভের বাড়ি ফেরা প্রসঙ্গে হাসপাতালের সিইও রূপালি বসু বলেন, ‘আমরা ভীষণ খুশি। সৌরভ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরতে পেরেছেন। যদিও তার হার্টে আরও দুটি ব্লকেজ রয়েছে। তবে সেটা খুবই মাইনর। পরে কোনো এক সময় সেটার চিকিৎসা করিয়ে নিলেই হবে।’

গত শনিবার নিজ বাসায় শরীরচর্চা করার সময় হঠাৎ বুকে ব্যাথা নিয়ে কোলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি হন সৌরভ গাঙ্গুলী। পরীক্ষা-নিরীক্ষার পর সকিৎসকরা জানান সৌরভের ‘মাইল্ড কার্ডিয়াক অ্যারেস্ট’ হয়েছে। ভর্তির সময় সৌরভের পালস ছিল মিনিটে ৭০ এবং প্রেসার ছিল ১৩০ বাই ৮০। ইকোকার্ডিওগ্রাম ও এনজিওগ্রাম করে তার ধমনিতে ব্লকেজ ধরা পড়ে। এরপর একটি ধমনীতে এনজিওপ্ল্যাস্টি করা হয় তার। একইদিন বিকেলে এনজিওপ্ল্যাস্টি হয় প্রিন্স অব ক্যালকাটার। বসানো হয় একটা স্টেন্ট। এরপর থেকে তিনি ক্রমে সুস্থ হয়ে উঠছেন।

আজ বাড়ি ফিরলেও সৌরভের শারীরিক পরিস্থিতির বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়ে যাবেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা। দুই সপ্তাহ পর তার পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড। এই ১৫ দিন রেড মিট, অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খেতে নিষেধ করেছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রিতভাবে হাঁটা চলার সঙ্গে বেশিরভাগ সময়ই সৌরভকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত