মাশরাফিকে ছাড়াই উইন্ডিজ সিরিজের দল ঘোষণা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২১, ১৭:৩৯

সাহস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট ও তিন ওয়ানডের জন্য আলাদা আলাদা দুটি প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ২৪ জন, টেস্ট দলে পেয়েছেন ২০ জন। তবে ওয়ানডে দলে জায়গা হয়নি জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। এদিকে টেস্ট দলে এবারও জায়গা হারিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সোমবার (০৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রাথমিক এই দল ঘোষণা করে বিসিবি।

নিবার্চকরা বলেছেন, অধিনায়ক, ম্যানেজমেন্ট, নির্বাচক সবার সমন্বিত সিদ্ধান্ত এটা। তাদের বক্তব্য ২০২৩ সালের "বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই স্কোয়াড ভাবা হয়েছে"।

এর অর্থ হলো, আগামী বিশ্বকাপে মাশরাফির খেলার কোনো সুযোগ নেই। আমাগী বিশ্বকাপের কথা মাথায় রেখেই নতুনদের দলে জায়গা করে দেয়া হয়েছে। এমনকি আগামী বিশ্বকাপের আগে যত সিরিজ হবে তা সবই বিশ্বকাপকে ঘিরেই স্কোয়াড সাজানো হবে। তাই হয়তো কোনো সিরিজে জায়গা নাও হতে পারে ৩৭ বছর বয়সী ডানহাতি পেসার মাশরাফি বিন মর্তুজার।

প্রথমবারের মতো প্রাথমিক দলে ডাক পেয়েছেন পাঁচজন। তারা হলেন মোহাম্মদ শরিফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও শেখ মাহাদি হাসান। এছাড়াও অনভিষিক্ত খেলোয়াড় ইয়াসির আলি রাব্বিকে নেয়া হয়েছে ওয়ানডে সিরিজের প্রাথমিক দলে।

পেসার হিসেবে পুরোনোদের মধ্যে রয়েছেন তাসকিন আহমেদ, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান ও আলআমিন হোসেন। পাশাপাশি পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিনও আছেন অনুমিতভাবেই।

এদিকে টেস্ট সিরিজের প্রাথমিক দলে কোনো পরীক্ষানিরীক্ষা করা হয়নি। ২০ জনের এ দলে অনভিষিক্ত রয়েছেন মাত্র দুইজন ইয়াসির আলি রাব্বি ও হাসান মাহমুদ। এদের মধ্যে ইয়াসির আলি শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের প্রাথমিক দলে সুযোগ পেয়েছিলেন। তবে হাসান মাহমুদ এবারই প্রথম টেস্টের প্রাথমিক দলে ডাক পেয়েছেন।

আগামী ১০ জানুয়ারি ঢাকায় আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ২০ জানুয়ারি ঢাকায় গড়াবে প্রথম ওয়ানডে। চট্টগ্রামে অনুষ্ঠিত হবে শেষ ওয়ানডে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুটি টেস্ট খেলা হবে। ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট।

প্রাথমিক এই স্কোয়াডটি মূলত ওয়েস্ট ইন্ডিজের সাথে মূল দল ঘোষণার আগে অনুশীলন করবে একসাথে।

ওয়ানডে সিরিজের প্রাথমিক দল:
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, সৌম্য সরকার, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ নাইম শেখ, তাসকিন আহমেদ, মোহাম্মদ আলআমিন হোসেন, মোহাম্মদ শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন, মাহাদি হাসান এবং রুবেল হোসেন।

টেস্ট সিরিজের প্রাথমিক দল:
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, ইয়াসির আলি রাব্বি, মোহাম্মদ সাইফ হাসান, আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নুরুল হাসান সোহান, সাদমান ইসলাম, নাইম হাসান ও এবাদত হোসেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত