ঝুঁকিমুক্ত গাঙ্গুলি, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে

প্রকাশ | ০২ জানুয়ারি ২০২১, ২০:১৬

অনলাইন ডেস্ক

এই মুহুর্তে ঝুঁকিমুক্ত রয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি। যদিও আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে এই সাবেক অধিনায়ককে। এর আগে আজ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসতাপালে ভর্তি হয়েছিলেন কলকাতার মহারাজ। এই তথ্য জানিয়েছে বিসিসিআই।

কলকাতার উডল্যান্ড হাসপাতালের ডাক্তার আফতাব খান বলেছেন, ‘সৌরভ গাঙ্গুলিকে এনজিওগ্রাম করা হয়েছে। তিনি এখন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। আগামী ২৪ ঘণ্টা তাকে পর্যবেক্ষণে রাখা হবে। তিনি পুরোপুরি সচেতন রয়েছেন। তার হৃদপিন্ডে দুটি ব্লক পাওয়া গেছে। ওই দুটিকেই সারিয়ে তুলতে হবে। এই মুহূর্তে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। সোমবার আমরা আবার এ নিয়ে বসবো। তখন সিদ্ধান্ত নেবো কি করতে হবে আমাদেরকে। আমাদের প্রথম কাজ হবে, সৌরভ গাঙ্গুলিকে একটা ভালো অবস্থায় নিয়ে আসা। তিনি এখন ঝুঁকিমুক্ত এবং ভালোভাবে কথাও বলছেন।’

জিমনেসিয়ামে গিয়ে ব্যায়াম করার সময়ই সৌরভ গাঙ্গুলি জানান, তার বুকে ব্যাথা করছে। এরপরই দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

বিসিসিআইতে সৌরভের এক কাছের মানুষ সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, ‘দাদা বলছিলেন তার বুকে ব্যাথা করছে। তখনই তাকে হাসপাতালে নেয়া হয়। সঙ্গে সঙ্গেই তার এনজিওগ্রাম করা। এখন আপাতত ঝুঁকিমুক্ত রয়েছেন তিনি।’