সৌরভ গাঙ্গুলির হার্ট অ্যাটাক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২১, ১৫:৪৫

সাহস ডেস্ক
ছবি: সংগৃহীত

ভারতের সাবেক অধিনায়ক এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলির হার্ট অ্যাটাক হয়েছে। গাঙ্গুলির পারিবারিক সূত্রে জানা গেছে, বুকে ব্যথা অনুভব করার পর তাকে ভর্তি করা হয়েছে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে।

শনিবার (২ জানুয়ারি) সকালে বুকে ব্যথা অনুভব করার পর দ্রুত হাসপাতালে নেয়া হয় সৌরভকে।

জানা গেছে, সৌরভ গাঙ্গুলির অবস্থা আপাতত স্থিতিশীল আছে। হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি আছেন তিনি। সকালে ব্যক্তিগত জিমনিসিয়ামে ব্যায়াম করার সময় হঠাৎ মাথা ঘুরানো শুরু হয় সৌরভের। অবস্থা খারাপ দেখে তাকে নিকটস্থ হাসপাতালে নেয়া হয় এবং দ্রুত ভর্তির কথা বলেন চিকিৎসকরা।

তার দাদা স্নেহাশিস গাঙ্গুলি আনন্দবাজারকে বলেছেন, সৌরভের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে। তবে ও এখন স্থিতিশীল। অবস্থা স্থিতিশীল থাকলেও গাঙ্গুলির যেহেতু হৃদযন্ত্রের সমস্যা আছে, সেটাই নিয়েই দুশ্চিন্তা। এখন তার কার্ডিওলজিকাল কিংবা নিউরোলজিকাল কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা, সেটা দেখা হচ্ছে হাসপাতলে।

হাসপাতালের এক সূত্র ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে জানিয়েছে, গত রাত থেকেই শরীরটা ভালো যাচ্ছিল না সৌরভের। কিন্তু শনিবার ঠিকই তিনি সকালের রুটিন অনুযায়ী ব্যায়াম করতে যান এবং হঠাৎ মাথা ঘুরাতে থাকে। সম্ভবত এটা তার হৃদযন্ত্রের বা অন্য কোনো সমস্যার কারণে হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত