ম্যানসিটির উপর করোনা থাবা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২০, ১৬:২১

জুবাইর হোসাইন সজল

নতুন এই মৌসুমটা একদমই ভালো কাটছে না ম্যানচেস্টার সিটির। একের পর এক হারের মুখে রয়েছে ম্যানসিটি। হতাশা-দূর্ভাগ্য যেন পিছুই ছাড়ছে নাহ।

যেন তারই ধারাবাহিকতায় এবার ম্যানসিটির উপর থাবা বসিয়েছে করোনা।

করোনায় আক্রান্ত হয়েছে দলটির চার সদস্য। তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস, ইংলিশ রাইটব্যাক কাইল ওয়াকার সহ ক্লাবের দুই কর্মকর্তা। 

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ম্যানসিটি। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, 'গ্যাব্রিয়েল জেসুস, কাইল ওয়াকার ও দুই কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। যুক্তরাজ্য সরকার ও প্রিমিয়ার লিগের কোয়ারেন্টিনের নিয়মানুযায়ী চারজনই আইসোলেশনে থাকবেন। ক্লাবের সবাই তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছেন। আশা করছেন, বড়দিনের ছুটি শেষেই তাঁরা আবার অনুশীলন ও কাজে ফিরতে পারবেন।'

দলটির ঘুরে দাঁড়াতে এই সময়ে জেসুসকে খুব প্রয়োজন ছিলো পেপ গার্দিওলার। কিন্তু এই বড় দুঃসংবাদ বেশ দুশ্চিন্তায় ভোগাবে ম্যানসিটিকে।

যদিও এবারের মৌসুম খুব একটা ভালো যাচ্ছে না জেসুসেরও। ১১ ম্যাচে গোল করেছেন ৪টি, লিগে ৭ ম্যাচ খেলে গোল করেছেন মাত্র ২টি।

জেসুসদের করোনা কাটিয়ে মাঠে ফেরাটা এখন বেশ সময়ের বিষয়। অন্তত নিউক্যালস ইউনাইটেডের বিপক্ষে জেসুসকে পাওয়া যাবে না তা নিশ্চিত। আগামীকাল রাতে প্রিমিয়ার লীগের ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে পেপ গার্দিওলার দল।
 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত