মেসিকে ছাড়াই কিয়েভের বিপক্ষে নামবে বার্সা

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২০, ১৫:৫৮

সাহস ডেস্ক

আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে ইউক্রেনের ক্লাব ডায়নামো কিয়েভার বিপক্ষে মাঠে নামবে কাতালান ক্লাব বার্সেলোনা। তবে এই ম্যাচের জন্য রোনাল্ড কোম্যানের স্কোয়াডে থাকছেন না দলের প্রাণভ্রোমরা লিওনেল মেসি। জেরার্ড পিকের সাথে সাইড বেঞ্চে বসে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দ্বিবাগত রাত ২টায় এনএসসি অলিম্পিস্কাই স্টেডিয়ামে কিয়েভের মুখোমুখি হবে রোনাল্ড কোম্যানের দল। ম্যাচটি দেখাবে সনি টেন ১।

বয়স হয়ে গেছে ৩৩। তবুও বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ খেলোয়াড়, তাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। দিন শেষে তিনিও তো মানুষ। তারও বিশ্রামের প্রয়োজন আছে। এই বয়সে চোটে পড়লে তাড়াতাড়ি মাঠে ফেরাও কঠিন। বার্সার বর্তমান কোচ নিজেও ছিলেন দুর্দান্ত একজন খেলোয়াড়, তিনি এসব বেশ ভালোই বোঝেন। তাই কিয়েভের বিপক্ষে ম্যাচে মেসিকে স্কোয়াডেই রাখেননি, বিশ্রাম দিয়েছেন। কিন্তু মেসিকে ছাড়া বার্সেলোনা কিয়েভ-বাধা পেরোতে পারবে তো?

চলতি মৌসুমে এখন পর্যন্ত বার্সেলোনার হয়ে ১১টি ও আর্জেন্টিনার জার্সিতে ৪টি ম্যাচ খেলেছেন মেসি। এর মধ্যে গত এক মাসে ধকলটা একটু বেশিই গেছে তাঁর ওপর। এই বার্সার জার্সিতে খেলছেন, তো দক্ষিণ আমেরিকায় উড়ে গিয়ে আর্জেন্টিনার জার্সিতে পুরো ৯০ মিনিট খেলছেন। এর মধ্যে গত ১৩ অক্টোবর সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটার উচ্চতার বলিভিয়ার মাঠে আর্জেন্টিনার হয়ে ৯০ মিনিট খেলার তিন দিন পরই আবার বার্সার জার্সিতে হেতাফের মাঠে পুরো ৯০ মিনিট খেলেছিলেন। সে সময় মেসিকে পুরো ম্যাচ খেলানোয় কোমানের বেশ সমালোচনা হয়েছিল। এবার মেসিকে ব্যবহারের ক্ষেত্রে কোমান তাই হচ্ছেন আরও সতর্ক। আর্জেন্টাইন তারকাকে দলে না রাখাটা অন্তত সেই বার্তাই দেয়।

এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বার্সেলোনা, তিনটিতেই জিতেছে। গোল করেছে ৯টি, খেয়েছে ২টি। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বার্সা। ৬ পয়েন্ট নিয়ে ২ নম্বরে ক্রিশ্চিয়ানো রোনালদোর জুভেন্টাস। ৩-এ থাকা ডায়নামো কিয়েভ ও ৪-এ থাকা ফেরেনৎসভারোসের পয়েন্ট ১, গোল ব্যবধানে এগিয়ে ৩-এ কিয়েভ।

আজ জিতলেই শেষ ১৬-তে যাওয়া নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। প্রতিপক্ষ যখন কিয়েভ, এমন ম্যাচে মেসিকে বিশ্রাম তো দিতেই পারেন বার্সা কোচ!

মেসি-পিকেকে বিশ্রাম দেওয়ার ব্যাপারে কোচ কোম্যান সাংবাদিকদের বলেছেন, ‘চ্যাম্পিয়নস লিগে ভাল পারফর্ম্যান্সের পর তাদের কয়েকদিন বিশ্রাম প্রয়োজন। তাদের বিশ্রামের জন্য এটাই ভাল সময়।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত