ড্র’তে বেকায়দায় রিয়াল মাদ্রিদ

প্রকাশ : ২২ নভেম্বর ২০২০, ১২:৫৪

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় স্বাগতিক ভিয়ারিয়ালের বিপক্ষে শুরুতে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ড্র নিয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ। এর আগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে হেরেছিল গত আসরের চ্যাম্পিয়নরা।

শনিবার (২১ নভেম্বর) রাতে স্তাদিও ডি লা সিরামিকা স্টেডিয়ামে ভিয়ারিয়ালের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

চোট ও করোনার ফলে ছোট হয়ে পড়া এক স্কোয়াড নিয়েও এমন ফলে হয়তো খুব একটা হতাশ হবেন না জিনেদিন জিদান। তবে শেষ দুই ম্যাচ থেকে মাত্র এক পয়েন্ট পাওয়ায় শিরোপা দৌড়ে অনেকটাই বেকায়দায় পড়ে গেল রিয়াল।

নিয়মিত অধিনায়ক সার্জিও রামোসকে ছাড়া খেলতে নেমে ম্যাচের দ্বিতীয় মিনিটে এগিয়ে যায় রিয়াল। দানি কারভাহালের পাস থেকে লস ব্লাঙ্কোসদের এগিয়ে দেন মারিয়ানো।

তবুও মারিয়ানোর পারফরম্যান্স দেখে একটু হতাশ হয়েছেন সিড লো। গার্ডিয়ানের ক্রীড়া সাংবাদিকের হতাশা, ‘মারিয়ানোর খেলায় ঢিল পড়েছে। আজ ১০৬ সেকেন্ড লাগল গোল করতে। বার্সেলোনার বিপক্ষে গোল করতে আরও ৩০ সেকেন্ড কম লেগেছিল ওর।’ 

তবুও মারিয়ানোর মতো স্ট্রাইকার জিদানের পছন্দ নয়। জিদানের পছন্দ বেনজেমার মতো স্ট্রাইকার, যিনি আক্রমণ গড়তেও সাহায্য করতে জানেন। তাই এ মৌসুমেও ভাগ্য মারিয়ানোর পক্ষে ছিল না। তাকে বিক্রি করে দেওয়ার চেষ্টা হয়েছিল। কিন্তু কাস্তিয়ায় খেলে বেড়ে ওঠা মারিয়ানো রাজি হননি ক্লাব ছাড়তে। ফলে রিয়ালের বেঞ্চে বসেই সময় কাটাচ্ছিলেন। বেনজেমার চোটের পর লুকা ইয়োভিচের করোনায় আক্রান্ত হওয়ায় আজ হঠাৎ ভাগ্য খুলে দিল। মাঠে নামার ১০৫ সেকেন্ডের মধ্যে ডাইভিং হেডে গোল!

এমন দুর্দান্তভাবে শুরু হওয়া ম্যাচটা অবশ্য একটু পরই প্রাণ হারিয়েছে। দুই দলই বলের দখল নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। আর গুছিয়ে আক্রমণ করতে চাওয়ায় খেলাটি ধীর হয়ে যায়। দুই দলই গুছিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে বটে, কিন্তু গোল হওয়ার মতো নিশ্চিত কোনো সুযোগ তৈরি হয়নি আর। তবে প্রথমার্ধে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

দ্বিতীয়ার্ধে ফিরে এসে প্রাধান্য ছিল ভিয়ারিয়ালের। ম্যাচের ৫০ মিনিটে লুকাস ভাসকেজ রিয়ালের লিড বাড়ানোর সুযোগ মিস করার পর থেকেই দাপট ভিয়ারিয়ালের। ৫৭ মিনিটে কোর্তোয়াকে ফাঁকিও দিয়েছিলেন মরেনো। কিন্তু সে বল বারের পাস দিয়ে চলে গেছে। ৭০ মিনিটে পারেহোও নষ্ট করেছেন সুযোগ। কিন্তু ৭৪ মিনিটে হতাশা ভুলেছে ভিয়ারিয়াল। চুকুউজেকে থামাতে গিয়ে বক্সে ফেলে দেন কোর্তোয়া। আর পাওয়া পেনাল্টি থেকে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান জেরার্দ মরেনো।

এরপর বহু চেষ্টাতেও স্কোরলাইন বদলাতে সক্ষম হয়নি দুই দল। আক্রমণের ধারটা ভিয়ারিয়ালেরই বেশি ছিল। শেষ পর্যন্ত অন্তত এক পয়েন্ট নিয়ে ফেরার স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল।

এই ড্রয়ে ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে উঠে এসেছে ভিয়ারিয়াল। ৯ ম্যাচ কম খেলে ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে আছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল সোসিয়েদাদ। ৮ ম্যাচ খেলে ২০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ৮ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ১০ম স্থানে আছে বার্সেলোনা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত