কাতারে পৌঁছেই করোনা পরীক্ষার করালেন জামাল ভূঁইয়ারা

প্রকাশ | ১৯ নভেম্বর ২০২০, ২০:১৭

অনলাইন ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের দ্বিতীয়পর্বের ফিরতি ম্যাচ খেলতে কাতারে পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মধ্যপ্রাচ্যের দেশটিতে পৌঁছানোর পর বিমানবন্দরেই পুরো দলের কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ভারপ্রাপ্ত প্রধান কোচ স্টুয়ার্ট ওয়াটকিস দল নিয়ে ঢাকা ছাড়েন। দুপুর পৌনে ২টার দিকে বাংলাদেশ দোহায় পৌঁছেছে।

কাতারে বাংলাদেশ ফুটবল দলকে তিন দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে বাংলাদেশ মাঠে অনুশীলন করতে না পারলেও হোটেলে জিম ও সুইমিংপুল ব্যবহার করতে পারবে।

বাংলাদেশ দল আগামী ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি ম্যাচ খেলবে। এই ম্যাচের জন্য ২৭ জন ফুটবলার নির্বাচন করা হলেও শেষ পর্যন্ত গেছেন ২৫ জন।

মিডফিল্ডার মনজুরুর রহমান মানিক করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এবং স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন হাঁটুতে চোট পাওয়ায় তাদের রেখে যাওয়া হয়েছে।

বাছাই পর্বের প্রথম লেগে ঘরের মাঠে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।