করোনায় আক্রান্ত লুইস সুয়ারেজ

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২০, ১০:৫০

সাহস ডেস্ক

ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার, কিলিয়ান এমবাপ্পে, জ্লাতান ইব্রাহিমোভিচ, সাদিও মানে, মোহাম্মদ সালাহ, পাওলো দিবালাদের এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেস।

আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সুয়ারেজের করোনা পজিটিভ হওয়ার খবর নিশ্চিত করেছে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন।

সোমবার (১৬ নভেম্বর) জাতীয় দল উরুগুয়ের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাওয়া এই তারকা ফরোয়ার্ডের পরীক্ষা করানো হলে পজিটিভ আসে।

পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচের আগে করানো পরীক্ষায় সুয়ারেজ ছাড়াও করোনা পজিটিভ হয়েছেন গোলরক্ষক রদ্রিগো মুনোজ ও দলের একজন একজন কর্মকর্তা। উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তিনজনই পুরোপুরি সুস্থ আছেন।

কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ায় উরুগুয়ে ও ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে বড় দুটি ম্যাচ মিস করবেন সুয়ারেস। বাংলাদেশ সময় আগামীকাল ভোর পাঁচটায় ২০২২ বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে ব্রাজিলের বিপক্ষে খেলা উরুগুয়ের। আর ২২ নভেম্বর অ্যাতলেটিকো খেলবে বার্সেলোনার বিপক্ষে।

এদিকে সুয়ারেস এখন কোয়ারেন্টিনে থাকবেন। তবে বার্সার পর চ্যাম্পিয়নস লিগের ম্যাচে লুকোমোতিভ মস্কোর বিপক্ষেও খেলা হবে না তার। এমনকি লিগের ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষেও অনিশ্চিত তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত