হারলে সবাই পকপক করবে: জামাল

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২০, ১৮:৫১

সাহস ডেস্ক

মহামারি করোনাভাইরাসের সংক্রামণের কারণে দীর্ঘ প্রায় ১০ দশ মাস পর গত শুক্রবার (১৩ নভেম্বর) ফুটবলে ফিরেই নেপালকে ২-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। এই জয়ে দুই ম্যাচের মুজিব বর্ষ আন্তর্জাতিক সিরিজে এগিয়ে আছে জামালভূঁইয়ার দল। তবে দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা বজায় রাখতে চায় টাইগারবাহিনী।

আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্বিতীয় ও শেষ ম্যাচে ড্র করলেই সিরিজ নিশ্চিত হবে টাইগারদের। তবে বাংলাদেশ অধিনায়ক জয়ের দিকে তাকিয়ে। হারলেই সমালোচনার ঝড়ে পড়তে হবে তাকে।

তবে আগামীকালের ম্যাচটিকে ফাইনাল হিসেবে নিচ্ছেন তিনি। আজ সোমবার (১৫ নভেম্বর) অনুশীলন শেষে হাসতে হাসতে জামাল বলছিলেন, ‘ম্যাচটি ফাইনালের মতো। জিতলে বাংলাদেশের ফুটবলের জন্য খুবই ভালো। হারলে সবাই পকপক করবে। সুতরাং আমাদের জিততেই হবে।’

বাংলাদেশ সর্বশেষ টানা দুটি ম্যাচ জিতেছিল ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে। সেবার ঢাকায় গ্রুপ পর্বে ভুটান ও পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ জাতীয় দল। টানা তৃতীয় জয় হাতছানি দিলেও সেটা আর পাওয়া হয়নি। এই নেপালের বিপক্ষেই ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত