১০০০ ছক্কার মালিক ক্রিস গেইল

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২০, ১৩:১১

সাহস ডেস্ক

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ১ হাজার ছক্কার মালিক এখন ক্যারাবিয়ান দাবন ক্রিস গেইল।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে এক বিধ্বংসী ইনিংস খেলার পথে এই ১ হাজার ছক্কার মাইলফলক গড়েন 'ইউনিভার্স বস'।

আইপিএলের শেষ চারে উঠার লড়াইয়ের ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবকে দারুণ শুরু এনে দেন গেইল। মাত্র ৬৩ বলে ৯৯ রানের ঝড়ো ইনিংস খেলেছেন এক ক্যারিবীয় দানব। ইনিংসটি খেলার পথে তার ব্যাট থেকে এসেছে ৬টি চার ও ৮টি ছক্কা।

তার দাপুটে ব্যাটিংয়ে ভর করে ১৮৫ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব।

জোফরা আর্চারের করা ইনিংসের শেষ ওভারের শেষ বলে বোল্ড হওয়ায় অল্পের জন্য নিজের ৭ম আইপিএল সেঞ্চুরিটা মিস করলেও রেকর্ড বইয়ে ঠিকই নিজের নাম নতুন করে লিখিয়েছেন গেইল।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ছক্কার মালিকানা অনেক আগে থেকেই গেইলের দখলে। এবার তা হাজার ছাড়াল। তার পরের স্থানে থাকা কাইরন পোলার্ড অনেক বড় ব্যবধানে পিছিয়ে আছেন। গেইলের জাতীয় দলের এই সতীর্থ ও মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডারের ঝুলিতে আছে ৬৯০টি ছক্কা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত