এবার এক সঙ্গে পদত্যাগ করলেন এসএ ক্রিকেট বোর্ডের ১০ সদস্য

প্রকাশ | ২৬ অক্টোবর ২০২০, ১৮:২৬

অনলাইন ডেস্ক

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের ৬ পরিচালকের পর এবার এক সঙ্গে আরও পদত্যাগ করলেন ১০ সদস্য। এর ফলে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করতে আর কোন বাঁধা থাকলো না। কমিটিতে অন্তত একজন সাবেক ক্রিকেটারের অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড।

পদত্যাগকারী ৬ কর্মকর্তার মধ্যে ছিলেন প্রোটিয়া বোর্ডের ভারপ্রাপ্ত সভাপতি বেরেসফোর্ড উইলিয়ামসসহ আরও ৫ জন।

আজ সোমবার (২৬ অক্টোবর) পদত্যাগ করেন দলীয় পরিচালক জোলা থামাই এবং তিন স্বতন্ত্র পরিচালক ইউগেনিয়া কুমা আমেয়াও, মরিস স্কোম্যান এবং ভুয়োকাজি মেমানি সেডিল। ন্যাশনাল স্পোর্টস এন্ড রিক্রিয়েশন অ্যাক্টের বিধি ভঙ্গ করায় বর্তমান কমিটিকে কারণ দর্শাতে বলেন দেশটির ক্রীড়ামন্ত্রী।

ইতিমধ্যে ক্রীড়ামন্ত্রী নাথি থেতওয়ার নির্দেশ দিয়েছেন, মঙ্গলবারের (২৭ অক্টোবর) মধ্যে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করে ভবিষ্যৎ পরিকল্পনার ব্যাপারে জানাতে হবে তাকে। এই কমিটিতে অন্তত একজন সাবেক ক্রিকেটারকে রাখতে নির্দেশ দেয়া হয়েছে।