পরের দুই ম্যাচের জন্য স্কোয়ার্ড ঘোষণা করল ব্রাজিল

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২০, ১৩:৪৯

সাহস ডেস্ক

২০২২ বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম দুই ম্যাচের দুটি জয়েই পুরো ৬ পয়েন্ট পেয়েছে ব্রাজিল। এই দুই ম্যাচে দুই গোল খেয়ে ব্রাজিল পেয়েছে ৯ গোল। তাতে হ্যাটট্রিক করেছেন দলের সেরা তারকা নেইমার। তবে আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বের পরের দুই ম্যাচে ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে খেলবে ব্রাজিল। সেই দুই ম্যাচের জন্য আজ ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ তিতে।

দলে নেইমারতো থাকছেনই, চোট কাটিয়ে দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস। গোলপোস্টে লিভারপুলের মতো ব্রাজিল জাতীয় দলেরও প্রথম পছন্দ আলিসন এখনো চোটমুক্ত নন, তবে ম্যাচের আগে সেরে উঠবেন ভেবে তাঁকেও ডেকেছেন তিতে। আর ডেকেছেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রকে।

নিজেদের মাটিতে প্রথম ম্যাচে ভলিভিয়াকে ৫-০ ব্যবধানে হারিয়েছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। পরের ম্যাচে পেরুর বিপক্ষে ৪-২ গোলের জয়ে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানে আছে ব্রাজিল।

আগামী ১৪ নভেম্বর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে তিতের দল, তার তিন দিন পর যাবে উরুগুয়ের মাঠে।

২৩ সদস্যের ব্রাজিল স্কোয়ার্ড:
গোলরক্ষক: অ্যালিসন বেকার (লিভারপুল), ওয়েভারটন (পালমেইরাস), এডারসন (ম্যানচেস্টার সিটি)

ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), অ্যালেক্স তেলেস (ম্যানচেস্টার ইউনাইটেড), গাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), রেনান লোদি (অ্যাতলেটিকো মাদ্রিদ), এডের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনহোস (পিএসজি), রদ্রিগো কাইয়ো (ফ্লেমেঙ্গো)

মিডফিল্ডার: ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনহো (লিভারপুল), ডগলাস লুইস (অ্যাস্টন ভিলা), এভারটন রিবেইরো (ফ্লেমেঙ্গো), ফিলিপে কৌতিনহো (বার্সেলোনা), আর্থার মেলো (জুভেন্টাস)

ফরোয়ার্ড: নেইমার (পিএসজি), এভারটন (বেনফিকা), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রবার্তো ফিরমিনো (লিভারপুল), রিচার্লিসন (এভারটন)

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত