রিয়াল মাদ্রিদের পর হারল বার্সেলোনাও

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২০, ১২:৩৬

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় জেমি মাতার একমাত্র পেনাল্টিতে স্বাগতিক হেতাফের (গেটাফে) বিপক্ষে হেরেছে কাতালান ক্লাব বার্সেলোনা। এই হারে নতুন কোচ রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম হারের স্বাদ পেল কাতালানরা।

শনিবার (১৭ অক্টোবর) কলিসিয়াম আলফোনসো পেরেজ স্টেডিয়ামে গেটাফে ১-০ গোলে হারিয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

এই ম্যাচে বার্সার সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষস্থানে ওঠার। কেননা টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ একইদিন নবাগত কাদিজের বিপক্ষে ১-০ গোলে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে। আপাতত টেবিল টপার হওয়ার সুযোগটি হাতছাড়া করল বার্সেলোনা।

এদিন ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপে রেখেছিল হেতাফে (গেটাফে)। দশ মিনিটে সাবেক বার্সা লেফটব্যাক মার্কো কুকুরেয়ার এক ক্রসে ঠিকঠাক মাথা ঠেকাতে পারেননি দামিয়ান সুয়ারেস। ম্যাচের ১৮ মিনিটে সার্বিয়ান মিডফিল্ডার নেমানিয়া মাকসিমোভিচ দুর্দান্ত একটা সুযোগ পেলেও সরাসরি মারেন বার্সা গোলরক্ষক নেতোর দিকে উদ্দেশ্য করে। বিশ মিনিটে দুর্দান্ত এক আক্রমণে আরেকটু হলেই এগিয়ে যাচ্ছিল বার্সা। নিয়মিত লেফটব্যাক জর্দি আলবা না থাকায় লেফটব্যাক হিসেবে এই ম্যাচেও খেলেছেন দলে নতুন আসা রাইটব্যাক সের্হিনিও দেস্ত। দেস্তের পাস থেকে বল নিয়ে দুর্দান্ত শট নেন মেসি, বারে লেগে বল ফিরে আসে।

২৯ মিনিটে মেসির নিখুঁত এক ক্রসে পা ঠেকাতে ব্যর্থ হলো ফরাসি সেন্টারব্যাক ক্লেমঁ লংলে। ৩১ মিনিটে আরেক সুযোগ পায় হেতাফে, স্ট্রাইকার হাইমে মাতার মাধ্যমে। গোল হয়নি। ৪২ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেলেও গোল পাননি মেসি।

তবে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে হেতাফের সেন্টারব্যাক জেনে দাকোনামকে ডি-বক্সে ফেলে দেন ডাচ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। সেখান থেকে পাওয়া পেনাল্টিতে গোল করেন জেমি মাতা। পরে বেশ কয়েকবার সুযোগ পেয়েও গোলটি পরিশোধ করতে পারেননি বার্সা বাহিনী। অবশেষে এই ১-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই হারে ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ৯ম স্থানে আছে বার্সেলোনা। এক ম্যাচ বেশি খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে উঠে এসেছে গেটাফে। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ৬ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে কাদিজ। ৫ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে গ্রানাডা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত