ম্যানইউর জন্য প্রস্তুত হচ্ছেন নেইমার: টুখেল

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২০, ১৭:৫৬

সাহস ডেস্ক

ফ্রেঞ্চ লিগ ওয়ানে গতকাল নিমের বিপক্ষে ছিলেন না পিএসজি ফরোয়ার্ড নেইমার। এর কারণ, আসন্ন চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড বলে জানিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ টমাস টুখেল।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক বিরতির পর নিমের বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৪-০ ব্যবধানের জয় পেয়েছে পিএসজি। এর তিনদিন আগে পেরুর বিশ্বকাপ বাছাইপর্বে হ্যাটট্রিক করে ব্রাজিলকে জয় এনে দিয়েছিলেন নেইমার। সেই সঙ্গে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় ফেনোমেনন খ্যাত রোনালদোকে পেছনে ফেলে দুইয়ে উঠে আসেন ২৮ বছর বয়সী তারকা।

দুর্দান্ত ফর্মে থাকা সত্বেও নেইমারকে নিমের বিপক্ষে মাঠে না নামানোর কারণ হিসেবে পিএসজি কোচ বলেন, ‘নেইমারের কোনো ইস্যু নেই। আমরা কথা বলেছি। এমবাপ্পের সঙ্গেও কথা হয়েছে। আমাদের খুব চমৎকার এক আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত নিয়েছি তাকে (নেইমার) বিশ্রামে রাখার।

টুখেল আরও বলেন, ‘আগামী ম্যাচ থেকে সে আমাদের সঙ্গে থাকবে। সে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলার জন্য অনুশীলন করবে। নিশ্চিত, সে মাঠে থাকবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত