জার্মান সুপার কাপের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ

প্রকাশ : ০১ অক্টোবর ২০২০, ১৭:০৪

সাহস ডেস্ক

উয়েফা সুপার কাপের ফাইনালে নিজেদের মাঠে জসুয়া কিমিচের শেষ মুহুর্তের গোলে চিরপ্রতিদ্বন্দ্বী বুরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে রোমাঞ্চকর জয়ে শিরোপা চ্যাম্পিয়ন হয়েছে গত মৌসুমে ট্রেবল শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) আলিয়াঞ্জ অ্যারেনায় বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়ে জার্মান সুপার কাপ ঘরে তুলেছে হ্যান্স ফ্লিকের শিষ্যরা।

এদিন অবশ্য ম্যাচটিতে দারুণ  ছড়ায়। জোড়া গোলে পিছিয়ে পড়া ডর্টমুন্ড দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফেরে। তবে শেষদিকে জসুয়া কিমিচ ব্যবধান গড়ে দিলে জার্মান সুপার কাপ জয়ের উল্লাসে মাতে বায়ার্ন।

এদিন ম্যাচের ১৮ মিনিটে তোলিসোর গোলে প্রথমে এগিয়ে যায় বায়ার্ন। পরে ম্যাচের ৩২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। এরপর বিরতিতে যাওয়ার আগে ম্যাচের ৩৯ মিনিটে ইউলিয়ান ব্রান্ডট এক গোল পরিশোধ করেন। পরে এই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন মিউনিখ।

বিরতি থেকে ফিরে এসে সমতায় ফেরে ডর্টমুন্ড। ম্যাচের ৫৫ মিনিটে আর্লিং হলান্ডের গোলে সমতায় ফেরে সফরকারীরা। পরে এই সমতা নিয়ে চলে দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই।

অবশেষে ম্যাচের ৮২ মিনিটে জয়সূচক দুর্দান্ত গোল করে দলকে শিরোপা এনে দেন কিমিচ। মাঝমাঠে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে রবার্ট লেভান্ডভস্কিকে বাড়িয়ে এগিয়ে যান তিনি। ফিরতি পাস ধরে শট নিতে গিয়ে পড়ে যান কিমিচ, ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন গোলরক্ষক। পড়ে থাকা অবস্থাতেই পেছন থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্মান মিডফিল্ডার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত