আর্সেনালকে হারিয়ে টানা তৃতীয় জয়ে লিভারপুল

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৭

সাহস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে গত মৌসুমের আধিপত্য ধরে রেখে আর্সেনালকে হারিয়ে নতুন মৌসুমে শুরুর টানা তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে গত আসরের চ্যাম্পিয়ন লিভারপুল।

সোমবার (২৮ সেপ্টেম্বর) অ্যানফিল্ডে মিকেল আর্তেতার শিষ্যদের ৩-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এদিন শুরু থেকেই অবশ্য আক্রমণাত্মক ফুটবল খেলে লিভারপুল। তবে ম্যাচের ২৫ মিনিটে রবার্টসনের ভুলে এগিয়ে যায় আর্সেনাল। ডি-বক্সে বল ক্লিয়ার করতে গিয়ে আলেকসঁদ লাকাজেতের কাছে পাস চলে যায়। আর বল পেয়ে নিজেদের প্রথম শটেই গোল করে বসেন এই ফরাসি স্ট্রাইকার।

তবে সমতায় ফিরতেও সময় নেয়নি লিভারপুল। ম্যাচের ২৮ মিনিটে স্বাগতিকদের ম্যাচে ফেরান মানে। দুরূহ কোণ থেকে মোহামেদ সালাহর শট গোলরক্ষক ঠেকানোর পর খুব কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান সেনেগালের ফরোয়ার্ড সাদিও মানে। পরে ম্যাচের ৩৪ মিনিটে দলকে এগিয়ে নেন রবার্টসন। অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস ডি-বক্সে প্রথম দফায় ঠিকমতো নিয়ন্ত্রণে নিতে না পারলেও জালে পাঠাতে ভুল করেননি এই স্কটিশ ডিফেন্ডার।

এরপর খেলার শেষদিকে ব্যবধান বাড়িয়ে লিভারপুলের জয় নিশ্চিত করেন জোতা। ম্যাচের ৮৮ মিনিটে অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের ক্রস হেডে ঠিকমতো ক্লিয়ার করতে পারেননি দাভিদ লুইস। বল নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ভলিতে জালে পাঠান সাত মিনিট আগে বদলি নামা জোতা। পরে এই ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

অবশ্য প্রথমে এগিয়ে যাওয়া আর্সেনালের সামনেও ছিল টানা তিন জয় তুলে নেওয়ার হাতছানি। তবে অলরেডসদের শক্তিশালী ফুটবলের কাছে পেরে ওঠেনি গানারা।

এ নিয়ে টানা ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে লিভারপুল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে লেস্টার সিটি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে এভারটন। সমান ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ম স্থানে আছে আর্সেনাল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত