রোনালদোর জোড়া গোলেই জুভেন্টাসের রক্ষা

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪০

সাহস ডেস্ক

ইতালিয়ান সিরি আ’ লিগে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেলেও দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে জুভেন্টাস। দ্বিতীয় ম্যাচে দু'বার পিছিয়ে পড়ে, দশজনের দল নিয়েও শেষমেশ ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলের কল্যাণে ড্র নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রবিবার (২৭ সেপ্টেম্বর) স্টাডিও অলেম্পিকো স্টেডিয়ামে রোমার বিপক্ষে ২-২ গোলের ড্র করেছে পিরলোর শিষ্যরা।

এদিকে সিআর সেভেনের চেয়ে দুঃখটা একটু বেশিই পাবেন জর্ডান ভেরেটাউট। জোড়া গোল করেও যে রোমান গ্লাডিয়েটরদের জেতাতে পারেননি ২৭ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার।

ম্যাচের ৩০ মিনিটে জর্ডান ভেরেটুর এক শট ডিবক্সের ভেতরে থাকা আরেক ফরাসি মিডফিল্ডার আদ্রিয়াঁ রাবিওর হাতে লাগে, পেনাল্টি পায় রোমা। সেখান থেকে ভেরেটুই এগিয়ে দেন দলকে। প্রথমার্ধের ঠিক আগে একই ভাবে রোমার পেলেগ্রিনির হাতে লাগে বল, পেনাল্টি পায় জুভেন্টাস। ঠান্ডা মাথায় লক্ষ্যভেদ করেন রোনালদো।

সমতায় ফিরেও বেশিক্ষণ স্বস্তিতে থাকেনি জুভেন্টাস। দুর্দান্ত এক প্রতি আক্রমণে মিখিতারিয়ানের পাস থেকে গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করে দলকে আবারও এগিয়ে দেন ভেরেটু। পরে এই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রোমা।

পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে জুভেন্টাস। ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে জুভিরা। দানিলোর পাস থেকে দলকে সমতায় ফিরিয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন রোনালদো।

তার আগে ম্যাচের ৬১ মিনিটে মিখিতারিয়ানকে পেছন থেকে ট্যাকল করতে গিয়ে পায়ে লাথি মেরে বসেন রাবিও। এতে লাল কার্ড দেখান রেফারি। আগেই হলুদ কার্ড একটা দেখা ছিল তার, এই ঘটনায় আরেকটা হলুদ কার্ড দেখে মাঠ থেকে বেরিয়ে যান এই ফরাসি মিডফিল্ডার। পরে ১০ জনের দল হয়ে পড়ে ইতালিয়ান চ্যাম্পিয়নরা।

এই ড্রয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে জুভেন্টাস। সমান ম্যাচে মাত্র এক পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রোমা। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে নাপোলি। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে ভেরোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়তে আছে এসি মিলান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত