শেষ মুহুর্তে রামোসের পেনাল্টি গোলে রিয়ালের কষ্টার্জিত জয়

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:০০

সাহস ডেস্ক

স্প্যানিশ লা লিগায় নিজেদের দ্বিতীয় ম্যাচের শেষ মুহুর্তে সার্জিও রামোসের পেনাল্টি গোলে স্বাগতিক রিয়াল বেটিসকে হারিয়ে নতুন মৌসুমে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এর আগে প্রথম ম্যাচ ড্র করে ২০২০-২১ মৌসুম শুরু করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বেনিতো ভিলামারিয়ান স্টেডিয়ামে রিয়াল বেটিসকে ৩-২ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।

এদিন স্বাগতিকদের মাঠে আক্রমণাত্মক শুরু করে রিয়াল। খেলার বাঁশি বাজার কিছুক্ষণ পরেই করিম বেনজেমা জালে বল পাঠান। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়। পরে ম্যাচের সপ্তম মিনিটে রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়ার কারণে রক্ষা পায় রিয়াল।

তবে প্রথমে এগিয় যায় রিয়াল। ম্যাচের ১৪ মিনিটে বেনজেমার বাড়ানো বলে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ফেদেরিকো ভালভার্দে। পরে ম্যাচের ৩৫ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। কানালেসের ক্রস থেকে লাফিয়ে হেডে এইসা মান্দি রিয়ালের জালে বল জড়ান। তার দুই মিনিট পরেই এগিয়ে যায় বেটিস। ম্যাচের ৩৭ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার উইলিয়াম কারবাইয়োর শট গোলরক্ষকের হাত ছুঁয়ে কাছের পোস্ট দিয়ে জালে জড়ায়। এই ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসেই প্রতিপক্ষের ভুলে সমতায় ফেরে জিদানের শিষ্যরা। ম্যাচের ৪৮ মিনিটে বেনজেমার উদ্দেশে দানি কারভাহালের বাড়ানো পাস ঠেকাতে গিয়ে নিজেদের জালে ঠেলে দেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমেরসন।

পরে ম্যাচের ৬৭ মিনিটে প্রতি-আক্রমণে ছুটে যাওয়া লুকা ইয়োভিচকে পেছন থেকে ফাউল করায় দীর্ঘক্ষণ ভিএআরে দেখে এমেরসনকে লাল কার্ড দেখান রেফারি। এতে দশজনের দল হয়ে পরে বেটিস। এক জন কম নিয়েও ছয় মিনিট পর এগিয়ে যাওয়ার ভালো সুযোগ পায় বেটিস। তবে কারবাইয়োর কোনাকুনি শট ঝাঁপিয়ে ঠেকান কোর্তোয়া।

তবে ম্যাচের ৮২ মিনিটে এগিয়ে যায় রিয়াল।  বেটিসের ডি-বক্সের ভিতরে মার্ক বার্ত্রা ভালভেরদেকে ফাউল করলে ভিএআরের সাহায্যে রিয়ালের পক্ষে পেনাল্টি দেন রেফারি। রামোসের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। পরে ম্যাচের বাকি সময়ে আর কোন গোল না হলে এই ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

দুই ম্যাচে একটি জয় ও একটি ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ষ্ঠ স্থানে আছে রিয়াল মাদ্রিদ। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়তে আছে রিয়াল বেটিস। বেটিসের সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে গ্রানাডা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত