শেষ বাঁশি বাজার পাঁচ মিনিট পর ম্যানইউর নাটকীয় জয়

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০২০, ১৫:১৩

অনলাইন ডেস্ক

চরমতম দুর্ভাগ্যের শিকার ব্রাইটন! ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাচের অতিরিক্ত সময়ের শেষের দিকে সমাতায় ফিরেও হেরে গেলো ব্রাইটন। ম্যাচের ৯৪ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে ম্যানচেস্টার উইনাইটেড। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ২-২ গোলে সমতায় ফিরে ব্রাইটন। কিন্তু খেলার শেষ মুহূর্তে ম্যানচেস্টার অধিনায়ক হ্যারি ম্যাগুয়ারের হেড গোল লাইন থেকে ব্রাইটন থেকে ফেরালে ম্যাচ শেষের বাঁশি বাজান রেফারি।

কিন্তু ম্যাগুয়ার তারস্বরে চিৎকার করে চললেন পেনাল্টির দাবি জানিয়ে। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিও জানাল বলটা ম্যাগুয়ারের মাথা ছুঁয়ে গোলে যাওয়ার আগ মুহূর্তে ব্রাইটন স্ট্রাইকার মপের হাতে লেগেছে। ব্যস, পেনাল্টি পেয়ে যায় ম্যানচেস্টার। যোগ করা সময়ের ১০ মিনিটে স্পট কিক থেকে গোল করেন ফার্নান্দেজ। ম্যাচ শেষের বাঁশি বাজানোর পরেই ফার্নান্দেজের গোলে ব্রাইটনকে হারিয়ে নাটকীয় জয়ে নতুন মৌসুমে প্রথম জয়ে শুরু করল ম্যানচেস্টার ইউনাইটেড। ২০১১ সালের পর ইংলিশ প্রিমিয়ার লিগে এত দেরিতে গোল করল ইউনাইটেড।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ফেলমার স্টেডিয়ামে ব্রাইটনকে ৩-২ গোলে হারিয়েছে ওলে গানার সলশেয়ারের শিষ্যরা।

এদিন নিজেদের মাঠে ম্যানইউর মতো জায়ান্টকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিল আগের মৌসুমে ১৫তম স্থানে থেকে লিগ শেষ করা ব্রাইটন। পুরো ম্যাচেই দুর্দান্ত খেলেছে দলটি। ঘরের মাঠে ম্যানইউকে আতিথ্য দিয়ে শুরু থেকেই রাশফোর্ড, পগবাদের কোণঠাসা করে রাখেন টোসার্ডরা। বক্সের ওপর থেকে বেলজিয়াম মিডফিল্ডার লেন্দ্রোর শট ক্রসবারে লেগে ফিরে না এলে তো ৯ মিনিটেই এগিয়ে যায় ব্রাইটন। ৩০ মিনিটে তাদের আরও একটি শট ক্রসবারে লাগে। নিল মপের ক্রসে এডাম ওয়েবস্টারের হেড ক্রসবারে লেগে যায় বাইরে। এ নিয়ে মোট একবার পেনাল্টি বাতিল করেছে ভিএআর ও পাঁচবার বল ক্রস বার এবং পোস্ট থেকে ফিরে এসেছে। অফসাইডের কারণে বাতিল হয়েছে দুই গোল। এর ৯ মিনিট পর অর্থাৎ ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে পানেনকা শটে গোল করে ব্রাইটনকে এগিয়ে দেন মপে। তারিক ল্যাম্পটিকে বক্সে ফেলে দিয়েছিলেন ফার্নান্দেজ।

অবশ্য ম্যানচেস্টারের ম্যাচে ফিরতে সময় লেগেছে মাত্র ৫ মিনিট। বিরতিতে যাওয়ার আগে ৪৪ মিনিটে ১-১ করেন ম্যানচেস্টার অধিনায়ক হ্যারি ম্যাগুয়ার। ফার্নান্দেজের ফ্রিকিক থেকে গোল লাইন থেকে বলে পা লাগিয়ে গোলমুখে রেখে ছিলেন নেমানিয়া মাতিচ। প্রতিপক্ষ ডিফেন্ডার ডাঙ্কের পায়ের ফাঁক দিয়ে পা বাড়িয়ে ইউনাইটেড অধিনায়ক বল পাঠিয়েছেন জালে। যদিও গোলটি আত্মঘাতী বলেই লেখা হয়েছে। প্রথমার্ধে এই ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে এসেই আবার এগিয়ে যাওয়ার উপক্রম হয়েছিল ব্রাইটনের। ২ মিনিটেই পেনাল্টি পেয়ে যায় তারা। তবে ভিএআর সেটা বাতিল করে দিয়েছে। ম্যাচের ৫২ মিনিটে ম্যানচেস্টারেরও কপাল পুড়িয়েছে ভিএআর। রাশফোর্ড গোল করে বসলেও ভিএআরে দেখা যায় অফসাইডে ছিলেন তিনি।

৩ মিনিট পর অর্থাৎ ম্যাচের ৫৫ মিনিটে দুর্দান্ত এক গোল করে সে দুঃখ ভুলেছেন এই স্ট্রাইকার। পাল্টা আক্রমণে বাম প্রান্ত থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে প্রবেশ করে ইনসাইড আউটসাইড ডজে ব্রাইটন ডিফেন্ডারকে মাটিতে গড়াতে বাধ্য করেন। এরপর সময় নিয়ে বাম পায়ের শটে গোলটি করেন ইংলিশ এই স্ট্রাইকার। আর শেষ দিকে অতিরিক্ত যোগ করা সময়ে হয়েছে মূল নাটক। নাটক শেষে ম্যাচের শেষ বাঁশি বাজানোর পরেই ফার্নান্দেজের পেনাল্টি গোলে ব্রাইটানকে হারিয়ে নাটকীয় জয় তুলে নেয় ম্যানচেস্টার ইউনাইটেড।

২ ম্যাচে ১ জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৩ ম্যাচে ১ জয় নিয়ে টেবিলের ১১তম স্থানে আছে ব্রাইটন। ৩ ম্যাচে ৩ জয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে এভারটন।