রান বন্যার ম্যাচে রাজস্থানের জয়

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৩৬

সাহস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজেদের প্রথম ম্যাচে রান বন্যার দিনে দারুন উত্তেজনার ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে এবারের আসর শুরু করেছে রাজস্থান রয়্যালস।

মঙ্গলবার (২২ সেপ্টম্বর) শারজায় মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে ১৬ রানে হারিয়েছে স্টিভ স্মিথের রাজস্থান রয়্যালস।

এদিন টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান সংগ্রহ করে রাজস্থান। শুরুতে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (৬) হারালেও অধিনায়ক স্মিথ ও উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের ১২১ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে রাজস্থান।

স্যামসন ৩২ বলে ঝড়ো ৭৪ রানে সাজঘরে ফেরেন লুঙ্গি এনগিদির বলে। তার ইনিংসটি সাজানো ছিল ৯ ছক্কা ও ১ চারে। এরপর রানের খাতা খোলার আগে বিদায় নেন ডেভিড মিলার। বেশিক্ষণ টিকতে পারেননি রবিন উথাপ্পা (৫), রাহুল তেওয়াতিয়া (১০), রিয়ান পরাগ (৬)।

এরপর রানের গতি সচল রাখা স্মিথ থামেন স্যাম কারেনের বলে। পেশাদার ক্যারিয়ারে প্রথমবার ব্যাটিং উদ্বোধন করতে নামা স্মিথ শেষ পর্যন্ত ফিরেছেন ১৯তম ওভারে। ৪৭ বলে ৪টি চার ও ৪টি ছক্কায় ৬৯ রান করেন স্মিথ।

শেষদিকে স্যাম কারেনের ১০ ও জোফরা আর্চারের ৮ বলে ৪ ছক্কায় করা ২৭ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৬ রান করে রাজস্থান।

চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ তিন উইকেট নেন স্যাম কারেন এবং চাহার, চাওলা ও এনগিডি ১টি করে উইকেট নেন।

রাজস্থানের দেওয়া ২১৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ২০০ রানে থেমে যায় ধোনির চেন্নাই সুপার কিংস।

রান তাড়ায় প্রথম ৬.৪ ওভারে উদ্বোধনী জুটিতে চেন্নাইকে ৫৬ রান এনে দেন শেন ওয়াটসন (২১ বলে ৪ ছক্কায় ৩৩ রান) ও মুরালি বিজয় (২১ বলে ২১ রান)। সেখান থেকেই নবম ওভার শেষে ৪ উইকেটে ৭৭ চেন্নাইয়ের স্কোর। এরপর ব্যবধান যা কমিয়েছেন ফাফ ডু প্লেসি। দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানও মেতেছিলেন ছক্কা উৎসবে। ৩৭ বলে ৭২ রানের ইনিংস খেলার পথে ৭টি ছক্কা মেরেছেন ডু প্লেসি।

শেষ ওভারে ৩৮ রান দরকার ছিল চেন্নাইয়ের। টম কারেনের বলে টানা তিনটি ছক্কা মেরে শুধু ব্যবধানই কমিয়েছেন অধিনায়ক ধোনি। ১৭ বলে ২৯ রানে অপরাজিত ছিলেন ধোনি। অবশেষে ১৬ রানে হরে যায় ধোনির চেন্নাই সুপার কিংস।

রাজস্থানের হয়ে সর্বোচ্চ রাহুল তেওয়ারি ৩টি উইকেট নেন এবং জোফরা আর্চার, শ্রীয়াস গোপাল ও টম কারেন ১টি করে উইকেট নেন।

ম্যাচ সেরা হয়েছেন সঞ্জু স্যামসন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত