পাঁচ বছরের ‘বকেয়া ট্রফি’ ক্লাবগুলোকে তুলে দিলো বাফুফে

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২০, ১৪:২০

সাহস ডেস্ক

২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ মৌসুম পর্যন্ত এই পাঁচ বছরের বকেয়া ট্রফি ক্লাবগুলোর হাতে তুলে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

সোমবার (২১ সেপ্টেম্বর) বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে ট্রফিগুলো তুলে দেওয়া হয় ক্লাব কর্তৃপক্ষের হাতে।

মোট ২৩টি ‘বকেয়া ট্রফি’ প্রাপ্যদের কাছে বুঝিয়ে দিয়েছে বাফুফে। এই ট্রফির মধ্যে প্রিমিয়ার লিগের দুটি রানার্সআপ শিরোপা রয়েছে। এসময় উপস্থিত ছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।

সালাউদ্দিন বলেন, ‘আজকের অনুষ্ঠানে যেসব দল চ্যাম্পিয়ন তাদের অভিনন্দন জানাই। আশা করি ভবিষ্যতেও আপনাদের মঞ্চে পাব চ্যাম্পিয়ন হিসেবে। আমার এতটুকুই বলার যে, আপনারা ফুটবল খেলেছেন, ফুটবল খেলেন এবং ভবিষ্যতেও চ্যাম্পিয়ন হোন। কষ্ট করে আসার জন্য ধন্যবাদ জানাই।’

এসময় সমালোচনাও হয় এতো দেরিতে ট্রফি তুলে দেওয়ার জন্য। ২০১৮ সালে তৃতীয় বিভাগে চতুর্থ হওয়ার পুরস্কার নিতে আসা সাইফ স্পোর্টিংয়ের জুনিয়র দলের কামাল বাবু প্রশ্ন তোলেন দেরিতে পেলে তার আনন্দ কতটুকু থাকে তা নিয়ে।

তিনি বলেন ‘একটা ট্রফি ক্লাবের পরের বছরের অনুপ্রেরণার প্রতীক। সেটা যদি পাঁচ, ছয় বছর পর কারো হাতে তুলে দেওয়া হয়, তাহলে এই ট্রফির কি মূল্য থাকে ক্লাবের কাছে?’

সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত