দুর্দান্ত জয়ে নতুন মৌসুম শুরু করল ম্যানচেস্টার সিটি

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:১৮

অনলাইন ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক উলভসকে হারিয়ে দুর্দান্ত জয়ে নতুন মৌসুম শুরু করেছে ম্যানচেস্টার সিটি।

সোমবার (২১ সেপ্টেম্বর) মোলিনিয়াক্স স্টেডিয়ামে উলভসকে ৩-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এদিন দলের হয়ে একটি করে গোল করেন কেভিন ডে ব্রুইনে, ফিল ফোডেন ও গাব্রিয়েল জেসুস। উলভসের হয়ে একমাত্র গোলটি করেন রাউল হিমেনেস।

প্রতিপক্ষের মাঠে আধিপত্য বিস্তার করে খেলে সিটি। আর ম্যাচের ২০ মিনিটেই ডে ব্রুইনের সফল স্পট-কিকে লিড পায় সফরকারীরা। ডি-বক্সে তাকে ফাউল করলে পেনাল্টির সুযোগ আদায় করে নেন এই বেলজিয়ান মিডফিল্ডার।

পরে ম্যাচের ৩২ মিনিটে ফোডেনের গোলে ব্যবধান দ্বিগুণ করে ম্যানসিটি। রাহিম স্টার্লিংয়ের পাস থেকে ফাঁকা জালে বল পাঠান ইংলিশ মিডফিল্ডার ফোডেন। এই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পেপ গার্দিওলার শিষ্যরা।

বিরতি থেকে ফিরে এসে ম্যাচের ৭৮ মিনিটে উলভসের হয়ে ব্যবধান কমান হিমেনেস। সতীর্থের ক্রসে হেডে থেকে গোলটি করেন এই মেক্সিকান ফরোয়ার্ড।

এরপর ম্যাচের যোগ করা সময়ে অর্থাৎ ৯০+৫ মিনিটে গেব্রিয়েল জেসুসের শট প্রতিপক্ষের এক খেলোয়াড়ের পায়ে লেগে কিছুটা দিক পাল্টে বল জালে জড়ায়। এই ৩-১ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।