শালকের বিপক্ষে বায়ার্ন মিউনিখের ৮ গোলের উৎসব

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৮

সাহস ডেস্ক

২০২০/২১ মৌসুমে বুন্দেসলিগায় নিজেদের প্রথম ম্যাচে সের্গে নাব্রির হ্যাটট্রিকে শালকের বিপক্ষে গোল উৎসব করেছে গত মৌসুমের ট্রেবল চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। বায়ার্ন গত মৌসুম শেষ করেছিল ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, বুন্দেসলিগা ও জার্মান কাপ) জিতে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শালকে ৮-০ গোলে বিদ্ধস্ত করেছে হ্যানসি ফ্লিকের শিষ্যরা।

গত মৌসুমেও আট গোলের জয় পেয়েছিল জার্মান জায়ান্টরা। ২০১৯/২০ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে বায়ার্ন জিতেছিল ৮-২ গোলে। সেবার তারা ইউরোপ সেরার মুকুট পরেছিল অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে।

এদিন শালকের বিপক্ষে গোল উৎসবটা শুরু করেন নাব্রি। চতুর্থ মিনিটে বায়ার্নকে এগিয়ে দেন জার্মান ফরোয়ার্ড। এরপর হ্যাটট্রিক করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৪৭ ও ৫৯ মিনিটে নিজের দ্বিতীয় ও তৃতীয় গোল করেন নাব্রি।

তার আগে দলের দ্বিতীয় গোল করেন লেয়ন গোরেটস্কা। এরপর ৩১তম পেনাল্টি থেকে তৃতীয় গোল করেন রবার্ট লেভানডভস্কি। গত মৌসুমে বায়ার্নের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচে ৪৭ গোল করেছিলেন তিনি।

ম্যাচের ৬৯ মিনিটে টমাস মুলারের গোলের দুই মিনিট পর বায়ার্নের জার্সিতে বুন্দেসলিগায় অভিষেক গোল করেন লেরয় সানে। চলতি মৌসুমের শুরুতে ম্যানচেস্টার সিটি ছেড়ে ৪৪.৭ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে অ্যালিয়েঞ্জ অ্যারেনায় এসেছেন তিনি। ৮১ মিনিটে বায়ার্নের শেষ গোলটি করেন বদলি তারকা মুসিয়ালা।

এ নিয়ে সব প্রতিযোগিতা মিলে টানা ২২ ম্যাচ অপরাজিত বাভারিয়ানরা। বায়ার্ন শেষ ম্যাচ হেরেছিল গত বছরের ৭ ডিসেম্বর, বরুশিয়া মনশেনগ্লাডবাখের মাঠে। এরপর থেকে টানা ৩১ ম্যাচ অপরাজিত বায়ার্ন। যার মধ্যে ৩০ জয়ের পাশাপাশি আছে এক ড্র।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত