আমার সঙ্গে নয়, মেসির সমস্যা ক্লাবের সঙ্গে: কোম্যান

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:০৭

সাহস ডেস্ক

লিওনেল মেসি সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলে বার্সেলোনার নতুন কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘মূলত সমস্যাটা ছিল মেসির সঙ্গে ক্লাবের। আমি তার সঙ্গে কথা বলেছি। আমাদের মধ্যে সুসম্পর্ক রয়েছে।’

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে জিরোনার বিপক্ষে মেসিদের মাঠে নামার আগে এ কথা বলেন কোম্যান।

কোম্যান বলে, ‘আমরা একটি নতুন মৌসুম শুরু করতে যাচ্ছি। এই দলটার প্রস্তুতি যেমন হবে ফল ও তেমনই হবে।’

নেদারল্যান্ডসের সাবেক কোচ কোম্যানের অধীনে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মেসিই।

এরই মধ্যে দলের হয়ে প্রীতি ম্যাচও খেলেছেন ছয়বারের ব্যালন ডি’ অর জয়ী। যেখানে জিমন্যাস্টিকের বিরুদ্ধে ৩-১ গোলে জয় পেয়েছে কাতালানরা।

আগামী শনিবার (১৯ সেপ্টেম্বর) জোয়ান গাম্পার ট্রফির ফাইনালে এলচের বিরুদ্ধে মাঠে নামবে। ২৭ সেপ্টেম্বর ভিয়া রিয়ালের বিপক্ষের ম্যাচ দিয়ে শুরু হবে লা লিগার লড়াই।

সম্প্রতি, হঠাৎ বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেন মেসি। গুঞ্জন ছিল নতুন কোচ কোম্যানের সঙ্গে মতের অমিল থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু শেষ পর্যন্ত আর ক্লাব ছাড়তে পারেননি বার্সা অধিনায়ক। চুক্তি অনুযায়ী ২০২০/২১ মৌসুম পর্যন্ত খেলতে হবে তাকে। এ নিয়ে প্রিয় দলের বিরুদ্ধে আদালতে যেতে চাননি তিনি। তাই কোম্যানের অধীনেই থেকে গেলেন মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত