বোল্টের জন্য পাত্রী খুঁজছেন তার মা

প্রকাশ | ১৮ আগস্ট ২০১৬, ১৫:২৩

অনলাইন ডেস্ক

১০০ মিটারে অলিম্পিকে টানা তিন বার স্বর্ণ পদক জেতা গতি দানব উসাইন বোল্টের গতির জাদুতে মাতোয়ারা বিশ্বের অসংখ্য তরুণী। বোল্ট প্রেমী তরুণীদের জন্য আনন্দের খবর দিলেন স্বয়ং বোল্টের মা। রিও অলিম্পিকই হতে যাচ্ছে বোল্টের শেষ অলিম্পিক, আর তার মা জেনিফার এখন ছেলের জন্য পাত্রী খুঁজছেন।

বোল্টের মা জেনিফার বলেন, আমি আশা করব উসাইন বিয়ে করবে। সংসারী হবে। এটাই আমার ইচ্ছা। আমি চাই ও দ্রুতই বিয়ে করুক। দরকার হলে আমি নিজে ওর জন্য মেয়ে খুঁজবো।

বিশ্বের দ্রুততম মানবের মা আরো বলেন, দারুণ লাগে ভাবতে যে বিশ্বের দ্রুততম মানুষ আমার ছেলে। ওর সৌজন্যে সাক্ষাৎকার দিতে পারি। অনেক জায়গায় ঘুরি। জীবনটাই যেন পাল্টে গিয়েছে। 
 
ছেলেকে যখন ট্র্যাকে দৌঁড়াতে দেখেন তখন যেন বিশ্বাসই করতে পারেন না, এ সেই ছোট্ট ছেলেটা যে জুনিয়র বিশ্বচ্যাম্পিয়নশিপের আগে ভয়ে কেঁদে ফেলেছিল। কিন্তু আজ সেই উসাইনই ঐতিহাসিক ট্রিপল ট্রিপল করতে আর দু’টো সোনার পদক দূরে। বিশ্বাস হয় তাঁর? 

জেনিফার বলছেন, সত্যি বলতে বোল্টকে ট্র্যাকে দেখলেই আমি কেঁদে ফেলি। কিন্তু সেটা খুশির কান্না।

এএফপি।