করোনায় আক্রান্ত অ্যাথলেটিকোর কোচ সিমিওনে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪

সাহস ডেস্ক

করোনাভাইরাসে আক্রান্ত হলেন অ্যাথলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনে। যদিও তার শরীরে কোনো উপসর্গ নেই। তবে তিনি ঘরেই আইসোলেশনে আছেন। এমনটি নিশ্চিত করেছে মাদ্রিদের শীর্ষ এই ক্লাবটি।

এক বিবৃতিতে অ্যাথলেটিকো জানায়, শুক্রবার (১২ সেপ্টেম্বর) দলের প্রত্যেককে পিসিআরে পরীক্ষা করানো হয়। এতে কোচের পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সৌভাগ্যবশত আমাদের কোচের শরীরে কোনো উপসর্গ নেই, তাকে নিজের ঘরেই আইসোলেশনে থাকতে হবে এবং কোয়ারেন্টিন পূরণ করতে হবে।

এদিকে শুক্রবারের করোনা পরীক্ষায় ক্লাবের আরও একজন সদস্যের পজিটিভ আসে। এর আগে এ মাসের শুরুতে ফরোয়ার্ড দিয়েগো কস্তা আক্রান্ত হন।

লা লিগার ম্যাচে অবশ্য অ্যাথলেটিকোকে এখনই নেমে পড়তে হচ্ছে না। কেননা চ্যাম্পিয়নস লিগের শেষদিকে খেলায় তাদের ম্যাচ পিছিয়ে দেওয়া হয়েছে। ২৭ সেপ্টেম্বরে নিজেদের প্রথম ম্যাচ ঘরের মাঠে গ্র্যানাডার বিপক্ষে খেলবে অ্যাথলেটিকো।

আগামী মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রীতি ম্যাচে কাদিজের বিপক্ষে নামতে হবে সিমিওনের শিষ্যদের।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত