সতীর্থদের ভোটে নতুন মৌসুমের অধিনায়ক মেসি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৯

সাহস ডেস্ক

নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা ছাড়তে চেয়ে অনেক আলোচনা-সমালোচনায় পড়েছিলেন লিওনেল মেসি। বহু নাটকীয়তার পর সিদ্ধান্ত বদলে বার্সেলোনাতেই থেকে গেলেন এই আর্জেন্টাইন তারকা। শুধু তাই না, সতীর্থদের ভোটে নতুন মৌসুমের জন্য অধিনায়কও নির্বাচিত হয়েছেন মেসি।

শনিবার (১২ সেপ্টেম্বর) মেসির অধিনায়ক নির্বাচিত হওয়ার খাবরটি জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’।

মেসির অবর্তমানে নেতৃত্বের দায়িত্বে থাকবে জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস এবং সার্জি রবের্তোর কাঁধে।

২০১৮ সালে ক্লাবের কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তার বিদায়ের পর থেকেই বার্সার নেতৃত্ব দিচ্ছেন মেসি।

আগামী শনিবার জিমনাস্তিক দে তারাগোনার বিপক্ষে প্রীতি ম্যাচে কিছুক্ষণের জন্য নেতৃত্ব দিতে দেখা যাবে মেসিকে। বিষয়টি আজই মেসিকে জানিয়ে দিয়েছেন নতুন কোচ রোনাল্ড কোম্যান।

ক্যাম্প ন্যু ছাড়া নিয়ে ঝামেলার জেরে বাকিদের চেয়ে দেরিতে অনুশীলনে যোগ দেওয়ায় এখনও পুরোপুরি ফিট নন মেসি। তবে বাকিদের সঙ্গে খাপ খাইয়ে নিতে ছুটির দিনেও অনুশীলনে নেমেছিলেন তিনি। ফলে মৌসুম শুরুর আগে দুই প্রীতি ম্যাচেও দেখা যেতে পারে তাকে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত