বার্সেলোনা ছাড়ার কথায় কেঁদেছিল মেসির পরিবার

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৬:২৪

অনলাইন ডেস্ক

বার্সেলোনার সাথে দীর্ঘ ২০ বছর সম্পর্কের ইতি টানতে চেয়েছিলেন বিশ্বসেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। তবে মেসির বার্সা ছাড়ার বিষয়টি মানতে পারেনি তার পরিবার। কেঁদেছে পুরো পরিবার।

গোল ডট কমের সঙ্গে আলাপকালে মেসি বলেছেন, ‘আমার বার্সেলোনা ছাড়ার ইচ্ছের কথাটি স্ত্রী ও বাচ্চাদের জানানোর ঘটনাটি ছিল ভয়ংকর এক নাটকের মতো। পুরো পরিবারই কান্না শুরু করে। আমার সন্তানেরা বার্সালোনা থেকে চলে যেতে চাইছিল না। এমনকি তারা স্কুলও পরিবর্তন করতে চায়নি।’

স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ও তিন পুত্র থিয়াগো, মাতেও ও চিরোকে নিয়ে বার্সেলোনাতে সুখের সংসার মেসির। তিন পুত্র বড় হচ্ছেন স্পেনের বার্সেলোনা শহরে। জন্মের পর থেকে এখানকার আলোছায়াতেই বড় হয়েছেন। তবু পরিবার নিয়ে ভিন্ন শহরে পাড়ি জমানোর কঠিন সিদ্ধান্তটাই নিতে চেয়েছিলেন মেসি।

বড় দুই ছেলের কথা বলতে গিয়ে সে সময়ের অসহায়ত্বের কথা জানালেন মেসি, ‘মাতেও এখনো ছোট এবং সে বুঝে না অন্য কোথাও গিয়ে জীবন শুরু করার মানে কী। থিয়াগো তো বড়। সে টিভি থেকে শুনেছে, বুঝেছে এবং এরপর আমাকে জিজ্ঞেস করেছে এ ব্যাপারে। আমি চাইনি সে জানুক নতুন স্কুলে যেতে বা নতুন করে বন্ধুত্ব করতে তাদের যেতে বাধ্য করা হচ্ছে। সে কেঁদেছে, আমাকে সে বলছিল, “আমরা না গেলে হয় না।” সে বারবার একই কথা বলছিল।’

মেসি বলছিলেন, ‘এমন পরিস্থিতি সামাল দেওয়া কঠিন ছিল, খুবই কঠিন। আমি বুঝতে পারছিলাম। আমার সঙ্গেও তাই হচ্ছিল। আমার জন্য সিদ্ধান্তটা নেওয়া কঠিন ছিল। আমার স্ত্রী, তাঁর মনে অনেক কষ্ট নিয়েও সে আমাকে সমর্থন দিয়েছে।’