লা লিগা, বার্সা ও রিয়ালের জন্য রামোস চায় মেসি থাকুক

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২০, ১৭:০৫

সাহস ডেস্ক

স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন দলের মহাতারকা লিওনেল মেসি। এমন খবর ছাড়ানোর পর থেকেই অনেক বড় বড় ক্লাব মেসিতে কিনতে মুখিয়ে আছে। আবার শোনা যাচ্ছে বার্সেলোনার ছাড়ার পর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিই হতে পারে মেসির শেষ গন্তব্য স্থান। তবে মেসির অনেক সমর্থকরা চাচ্ছেন সে বার্সায় থেকে যাক। আবার অনেকে চাচ্ছেন মেসি বার্সা ছেড়ে চলে যাক। তবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস চাচ্ছেন মেসি বার্সেলোনায় থেকে যাক।

উয়েফা নেশনস লিগে আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে জার্মানির মুখোমুখি হবে স্পেন। রামোস স্পেন দলেরও নেতৃত্বে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মেসি-বার্সা সম্ভাব্য বিচ্ছেদ নিয়ে কথা বলেন রামোস।

সংবাদমাধ্যমকে রামোস বলেন, ‘মেসির বিষয়টি পাশ কাটাতে হচ্ছে কারণ এটি আমাদের ভাবনা নয়। সে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্মানটুকু অর্জন করেছে। সেটি সঠিক উপায়ে করছে কি না তা আমি জানি না। স্প্যানিশ ফুটবল, বার্সা এমনকি নিজেদের জন্যও (রিয়াল মাদ্রিদ)—যারা সেরাদের হারাতে চায়— আমরা চাই সে থাকুক।’

রিয়াল অধিনায়ক বলেন, ‘লা লিগা, বার্সা ও ক্লাসিকোকে আরও ভালো করেছে লিও। সবাই সেরা হতে চায় এবং সে বিশ্বের অন্যতম সেরা। কোনোরকম সন্দেহ ছাড়াই নিজের ভবিষ্যৎ নিয়ে নিজে সিদ্ধান্ত নেওয়ার সম্মান সে অর্জন করেছে। দেখা যাক কী ঘটে। তবে এ নিয়ে আমাদের ভাবনা নেই।’

রামোসের কথায় একটি বিষয় স্পষ্ট। মেসি বার্সা ছেড়ে অন্য কোনো লিগের দলে যোগ দিলে ক্ষতিগ্রস্ত হবে স্পেনের শীর্ষস্থানীয় লিগ। একই মত রামোসের ক্লাব সতীর্থ লুকা মদরিচের। রিয়াল মাদ্রিদের এ মিডফিল্ডার সংবাদ সংস্থা এএফপিকে বলেন, ‘এটা ঘটলে লিগের সম্মান ভীষণ ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমাদের সামনে এগোতে হবে। তখন অন্যরা তারকা হয়ে উঠবে। রোনালদো (রিয়াল থেকে) চলে যাওয়ার সময়ও একই ব্যাপার ঘটেছে। রিয়াল কিন্তু তাকে ছাড়াই এগিয়েছে। মেসি চলে গেলেও বার্সা ও লা লিগার ক্ষেত্রে একই ব্যাপার ঘটবে।’

চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে বিদায় নেয় বার্সা। এরপরই বার্সা ছাড়ার সিদ্ধান্ত ক্লাবকে জানান মেসি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত